2024-12-19
agartala,tripura
রাজ্য

জে আর বি টি পরীক্ষায় পাস করা বেকার যুবক-যুবতীদের ষড়যন্ত্রকারীদের থেকে সাবধান থাকার আহ্বান সুশান্তের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দীর্ঘ প্রতীক্ষা এবং পরীক্ষার্থীদের দফায় দফায় আন্দোলনের অবসান ঘটলো বুধবার রাতে। জে আর বি টি পরীক্ষার ফলাফল এদিন ঘোষণা করা হয়েছে। লক্ষাধিক পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে প্রায় ২৪ হাজারের মত। শীঘ্রই তাদের মৌখিক পরীক্ষার মাধ্যমে বাছাই করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। বৃহস্পতিবার মহাকরণে এক সাংবাদিক সম্মেলনে এ সংবাদ জানান তথ্য সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী। বিভিন্ন দপ্তরে ২৪১০ টি গ্রুপ-সি এবং ২৫০০ টি গ্রুপ-ডি শূন্য পদে নিয়োগের পরীক্ষায় বসেছিল লক্ষাধিক বেকার ছেলে মেয়ে। দীর্ঘদিন ধরে ফল প্রকাশিত হচ্ছিল না। এনিয়ে পরীক্ষার্থীদের মধ্যে বিস্তর অসন্তোষ সৃষ্টি হয়। কয়েক দফায় তারা ফলাফল প্রকাশের জন্য আন্দোলন সংগঠিত করেছিল। শেষ পর্যন্ত বুধবার রাতে তাদের ফলাফল প্রকাশ করা হয়। বৃহস্পতিবার মহাকরণে এক সাংবাদিক সম্মেলনে ফল প্রকাশ এবং নিয়োগ প্রক্রিয়ার বিষয় সম্পর্কে সাংবাদিক সম্মেলনে তুলে ধরেন তথ্য সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী। সরকার সিদ্ধান্ত নিয়েছে যাদের ত্রিপুরায় স্থায়ী বসবাসের সার্টিফিকেট রয়েছে তাদেরকে চাকরির ক্ষেত্রে প্রাধান্য দেওয়া হবে। তবে যারা কৃতকার্য হয়েছে তারা যেন ষড়যন্ত্রকারীদের খপ্পরে না পড়েন সেজন্য সকলকে সাবধান করে দেওয়া হয়েছে। ঐ সমস্ত কুচক্রীরা ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে।এমনই বক্তব্য তথ্যমন্ত্রীর।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service