2024-12-18
agartala,tripura
রাজ্য

সমাজকে এগিয়ে নিয়ে যেতে গেলে সরকারের একার পক্ষে সম্ভব নয়, সবাইকে এগিয়ে আসতে হবে : প্রতিমা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আগরতলা জয়নগরস্থিত ডক্টর বি আর আম্বেদকর হাই স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় বৃহস্পতিবার। একই সাথে এদিন উদ্বোধন হয় স্কুলের কিচেন গার্ডেনও। পুরস্কার বিতরণ ও কিচেন গার্ডেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। এছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, তথ্য সংস্কৃতি দপ্তরের সাংস্কৃতিক শাখার চেয়ারম্যান কমল দে সহ আরো অনেকে। অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শ্রীমতি ভৌমিক বলেন, সমাজকে এগিয়ে নিয়ে যেতে গেলে সরকারের একার পক্ষে সম্ভব নয়। সবাইকে এগিয়ে আসতে হবে। আজকের যারা যুবক, ছাত্রছাত্রী তারাই আগামী দিন দেশকে নির্মাণ করার ক্ষেত্রে বলিষ্ঠ ভূমিকা গ্রহণ করবে। তাই প্রত্যেকের দায়িত্ব রয়েছে তাদের সঠিক দিশা দেখিয়ে গড়ে তোলা। তবেই দেশ কিংবা সমাজ আগামী দিন আরো সামনের দিকে এগিয়ে যাবে।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service