রাজ্যের পরিযায়ী শ্রমিকদের নিজ রাজ্যে ফেরানোর উদ্দেশ্যে রাজ্য সরকার ও কেন্দ্রীয় রেল মন্ত্রীর সাথে আলোচনায় প্রথম গাড়িটি ছাড়লো রাজ্যের জিরানিয়া রেল স্টেশন থেকে . এদিন রাজ্যের মহকুমা শাসক সন্দীপ মাহাত্মে জানান রাজ্যের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ১.৬ কোটি টাকার বরাদ্দ হয়েছিল তা থেকে ৩৩ লক্ষ টাকা ব্যয়ে ১,৯৬৪ জন পরিযায়ী শ্রমিকদের নিজ রাজ্যে ফেরানো হচ্ছে বলে জানানোর পাশাপাশি যাত্রীদের জন্য পরিস্রুত পানীয় জলসহ খাবারের আয়োজন করা হয়েছে বলে জানান এবং এন এস এস ভলান্টিয়ারদের কাজ কর্মের ভূয়সী প্রশংসাও করেন . তাছাড়া পরিযায়ী শ্রমিকরা রাজ্য সরকারের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করে ধন্যাবাদ জ্ঞাপন করেন .
janatar kalam Blog রাজ্য পরিযায়ী শ্রমিকদের নিজ রাজ্যে ফেরানোর উদ্দেশ্যে প্রথম গাড়িটি ছাড়লো রাজ্যের জিরানিয়া রেল স্টেশন থেকে
Leave feedback about this