2024-12-15
agartala,tripura
রাজ্য

রোমান হরফ চালু করা দাবি সহ মোট তিন দফা দাবিতে মিছিল ত্রিপুরা ইন্ডিজেনিয়াস স্টুডেন্ট ফেডারেশনের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যের স্কুল-কলেজ গুলিতে দীর্ঘদিন আগেই চালু হয়েছে ককবরক ভাষায় শিক্ষা ব্যবস্থা। নিজেদের মাতৃভাষা ককবরকে শিক্ষা গ্রহণ করছেন রাজ্যের জনজাতি সম্প্রদায়ের ছেলেমেয়েরা। স্কুল কলেজে ককবরক ভাষায় পাঠ্যক্রম চালু হলেও এখনও পর্যন্ত ককবরকে রোমান হরফ চালু হয়নি। তাই দীর্ঘদিন ধরেই রাজ্যের বিভিন্ন উপজাতিভিত্তিক সংগঠন ককবরকে রোমান হরফ চালুর দাবি জানিয়ে আসছে। যদিও তাদের দাবি বারবার উপেক্ষিত নানা কারণে। এর মধ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক মুহূর্তে এই দাবিটি নতুন করে জনসম্মুখে এনে রাস্তায় নামল উপজাতিভিত্তিক আঞ্চলিক দল তিপ্রামথার ছাত্র সংগঠন ত্রিপুরা ইন্ডিজেনিয়াস স্টুডেন্ট ফেডারেশন। বুধবার আগরতলায় ককবরকে রোমান হরফ চালু করা দাবি সহ মোট তিন দফা দাবিতে মিছিল সংঘটিত করে সংগঠনের কর্মীরা। এদিন রাজধানীর উমাকান্ত একাডেমী প্রাঙ্গণ থেকে এক মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে শিক্ষা ভবন প্রাঙ্গনে গিয়ে মিলিত হয়। পরে সেখান থেকে এক প্রতিনিধি দল শিক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত আধিকারিক এর সাথে মিলিত হয়ে তাদের দাবি সনদ সম্বলিত স্মারকলিপি তুলে দেয়। এদিনের এই গনডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী মেবার কুমার জমাতিয়া। শ্রী জমাতিয়া সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে এদিন জানান ককবরকে রোমান হরফ চালুর দাবি দীর্ঘদিনের। দীর্ঘদিন ধরেই বিভিন্ন সংগঠন এই দাবি জানিয়ে আসছে। তাই দাবি আদায়ের লক্ষ্যে এদিনের এই আন্দোলন কর্মসূচি।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service