রাজ্যে পুনরায় সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে শাসক দল বিজেপি গোটা রাজ্য জুড়ে শুরু করেছে এখন ঘর ঘর বিজেপি কর্মসূচি। যে কর্মসূচি চলবে আগামী তেশরা ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন রাজ্যের প্রতিটি বিধানসভা কেন্দ্রেই দলের নেতা কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষদের হাতে তুলে দিচ্ছেন বিজেপি পরিচালিত রাজ্য সরকারের কাজ কর্মের রিপোর্ট কার্ড। সেই রিপোর্ট কার্ডে রয়েছে রাজ্য সরকার এই সময়ের মধ্যে জনগণের উন্নয়নে কি ধরনের কাজ করেছে। মঙ্গলবার বনমালীপুর বিধানসভা কেন্দ্রে স্থানীয় নেতৃত্ব ও কার্যকর্তাদের সাথে নিয়ে এই ঘর ঘর বিজেপি অভিযান কর্মসূচিতে সামিল হলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। এতে উপস্থিত ছিলেন মন্ডল সভাপতি দীপক কর সহ বিভিন্ন গণসংগঠনের স্থানীয় নেতৃত্ব। প্রদেশ সভাপতির উপস্থিতিতে ঘর ঘর অভিযান কর্মসূচিকে ঘিরে স্থানীয় কর্মীদের মধ্যে লক্ষ্য করা গেল ব্যাপক উৎসাহ উদ্দীপনা।অভিযানকালে এদিন দলের প্রদেশ সভাপতির নেতৃত্বে স্থানীয় নেতৃত্ব বাড়ি বাড়ি গিয়ে বর্তমান সরকারের কাজের খতিয়ান তুলে ধরেন। সাংগঠনিক এই প্রচার কর্মসূচির ফাঁকেই এদিন প্রদেশ সভাপতি রাজিব ভট্টাচার্য জানান, এই কর্মসূচিকে ঘিরে মানুষের মধ্যে স্বতঃস্ফূর্ত সাড়া লক্ষ্য করা যাচ্ছে। যে প্রত্যাশা নিয়ে মানুষ বিজেপি সরকারকে প্রতিষ্ঠিত করেছিল সেই প্রত্যাশা অনেকটা সার্থক হয়েছে।এদিকে বড়দোয়ালী বিধানসভা কেন্দ্রেও বিজেপির স্থানীয় নেতৃত্ব বিভিন্ন এলাকায় সংঘটিত করে ঘর ঘর বিজেপি অভিযান কর্মসূচি। এতে উপস্থিত ছিলেন মন্ডল সভাপতি সঞ্জয় সাহা, কর্পোরেটর রত্না দত্ত সহ আরো অনেকে।
রাজ্য
হর ঘর বিজেপি, রাজ্যে পুনরায় সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে রিপোর্ট কার্ড নিয়ে ময়দানে রাজীব
- by janatar kalam
- 2022-11-29
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this