2024-12-20
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

স্কুল জীবনের রিকশাচালক সুনীল কাকার ঘরে ভাত খেলেন বিপ্লব

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ঘরে ঘরে বিজেপি অভিযানের মাঝে পেশায় রিক্সা-চালক সুনীল দাসের আপ্যায়নে তাদের ঘরে মধ্যাহ্নভোজন করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব l মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রে ঘরে ঘরে বিজেপি কর্মসূচি সেরে জনসম্পর্ক অভিযানের মাঝে, হঠাৎ সাক্ষাৎ হয় মুড়াপাড়া নিবাসী শ্রী দাসের সাথে l ছাত্র জীবনে বিপ্লব কুমার দেবকে বিদ্যালয়ে নেওয়া আসা সহ পারিবারিক স্থানীয় যাতায়াতের মাধ্যম ছিল সুনীল দাসের রিক্সা l আচমকা তার সাক্ষাৎ পেয়ে, তাঁদের পরিবারের আপ্যায়নে রান্না ঘরে বসেই ভাত খেলেন l প্রাক্তন মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে আবেগে আপ্লুত রিক্সা চালক সুনীল দাসের পরিবার l একেবারে ঘরের সন্তানের মতোই মাটিতে বসে ভাত খেলেন l সুনীল দাস বলেন, ছাত্র জীবনে বিপ্লব কুমার দেবকে নিজের রিক্সায় স্কুলে নিয়ে যেতেন l বর্তমানে এতটা উচ্চ শিখরে পৌঁছেও, রিক্সা চালক কাকার কথা ভুলে যাননি l তাঁদের আপ্যায়নে সারা দেওয়ারও, প্রশংসা করলেন l সুনীল দাস বলেন, বিপ্লব দেবের বাবা, হিরোধন দেব, মানুষের সাহায্যার্থে ছিলেন সর্বদা নিবেদিত l স্থানীয় চিকিৎসক রূপে পরিচিত ছিলেন l অর্থনৈতিক অসচ্ছলদের বিপদে ঝাঁপিয়ে পড়তেন l সাধারণের চিকিৎসা করতেন l জনসংঘ করা কালীন যে কোনো প্রয়োজনেই মানুষের পাশে থাকতেন l বিপ্লব কুমার দেবও বাবার মতোই পরোপকারী ভাবনায় নিঃস্বার্থে মানুষের সেবা করছেন l অন্যদিকে বিপ্লব কুমার দেবও তাঁদের আতিথেয়তায় খুশি প্রকাশ করেন l সামাজিক মাধ্যমে তিনি জানান, উনার পরিবারের মাঝে এই মূল্যবান মুহূর্ত কাটাতে পেরে এনং তাঁদের সহজ জীবনশৈলী ও আতিথেয়তায় তিনি অত্যন্ত আপ্লুত।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service