2024-12-19
agartala,tripura
রাজ্য

কৃষক প্রফুল্ল চন্দ্র পালের সমস্যার সমাধানে এগিয়ে এলো মহারানি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা

লক ডাউনের কারনে সব দিকে রোজগার বন্ধ, তাই হাতে পয়সা কড়ি নেই। এদিকে জমির ধান ঘরে তোলার সময় এসে গেছে। ধান ঘরে তুলতে শ্রমিকের মজুরির টাকা কিভাবে জোগাড় করবেন এই চিন্তায় যখন উদয়পুরের মহারানি ছয়ঘড়িয়া এলাকার কৃষক প্রফুল্ল চন্দ্র পালের কপালে চিন্তার ভাঁজ ঠিক এমন সময় ভারতীয় জনতা পার্টি মহারানি এলাকার কার্যকর্তাগন এই কৃষকের পাশে দাঁড়ালেন। প্রতিশ্রুতি মোতাবেক শুক্রবার দলের কার্যকর্তা এবং সমর্থকদের সহযোগিতায় প্রফুল্ল বাবুর দুই কানি জমির পাঁকা ধান খুব যত্ন সহকারে কেটে জমি থেকে প্রায় এক কিলোমিটার দূরে প্রফুল্ল বাবুর বাড়িতে পৌঁছে দেন। এতে জমির মালিক খুব উপকৃত বলে জানান। দূর্দিনে এই সহযোগিতা পেয়ে প্রফুল্ল বাবু ভারতীয় জনতা পার্টির মহারানি এলাকার কার্যকর্তা এবং যারা তার জমির ধান ঘরে তুলতে সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছেন তাদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রফুল্ল বাবুর জমিতে এদিন উপস্থিত ছিলেন মাতাবাড়ি মন্ডলের সভাপতি মিন্টু চক্রবর্তী, সংখ্যালঘু মোর্চার জেলা সভাপতি রফিক মিয়া, এস সি মোর্চার জেলা কমিটির সদস্য নারায়ণ দান এবং পঞ্চায়েত প্রধান চিটু রানী দাস সহ আরও অনেকে।মন্ডল সভাপতি জানান আগামী দিনেও তারা প্রয়াস জারি রাখবেন।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service