জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- কৃষকদের স্বার্থসংশ্লিষ্ট বেশ কয়েকটি দাবিতে দেশের কৃষকরা দিল্লিতে সংঘটিত করেছিল কৃষক আন্দোলন। যে আন্দোলন স্বাধীন ভারতবর্ষে ঐতিহাসিক আন্দোলনের রূপ নেয়। দীর্ঘ সময় আন্দোলন চলার পর দেশের প্রধানমন্ত্রী শেষ পর্যন্ত কৃষকদের কাছে মাথা নত করে তিনটি কৃষি বিল প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়। ঘোষণা অনুযায়ী নতুন তিনটি কৃষি বিল প্রত্যাহার করা হলেও কৃষকদের দাবি গুলি আজও পূরণ করেনি সরকার। তাই বাকি দাবিগুলি আদায় করার জন্য গৃহীত কর্মসূচির অঙ্গ হিসাবে ঐতিহাসিক কৃষক আন্দোলনের দ্বিতীয় বর্ষপূর্তিতে দেশের প্রতিটি রাজ্যেই রাজ্যপালের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি পেশ করার সিদ্ধান্ত নেয় সংযুক্ত কিষান মোর্চা। সর্বভারতীয় কর্মসূচির অঙ্গ হিসেবে শনিবার রাজ্যেও অনুষ্ঠিত হলো রাজভবন অভিযান। কৃষক ও জনতার ৮ দফা দাবিকে সামনে রেখে এদিন আগরতলা রবীন্দ্রশতবার্ষিকী ভবন প্রাঙ্গণ থেকে মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে সার্কেট হাউসে গিয়ে মিলিত হয়। এই রাজভবন অভিযান কর্মসূচিতে সদর বিশালগড় জিরানিয়া ও মোহনপুর মহকুমার কৃষকরা শামিল হন। পরে সংগঠনের রাজ্য আহ্বায়ক পবিত্র করের নেতৃত্বে এক প্রতিনিধি দল রাজভবনে গিয়ে রাষ্ট্রপতির উদ্দেশ্যে এক স্মারকলিপি পেশ করেন।
রাজ্য
রাজভবন অভিযান সংযুক্ত কিষান মোর্চার
- by janatar kalam
- 2022-11-26
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this