2024-12-19
agartala,tripura
রাজ্য

স্বনির্ভর হচ্ছে মহিলারা ৩৯ হাজারেরও বেশি এস এইচ জি গ্রুপ কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা ভোগ করছেন :প্রনজিৎ

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ৩৯হাজারেরও বেশি এস এইচ জি গ্রুপের মহিলারা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা ভোগ করছেন। রাজ্যের মহিলারাও ধীরে ধীরে স্ব-রোজগাড়ি হয়ে উঠেছে। বললেন রাজ্যের কৃষি ও পর্যটন দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। শুক্রবার গোমতী জেলা সদর মহকুমা উদয়পুর রাজর্ষি কলা ক্ষেত্রে অনুষ্ঠিত হয় লাভাথী সম্মেলন। উদ্বোধন করেন রাজ্যের কূষি, পর্যটন ও পরিবহন মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়। এছাড়া ও উপস্থিত ছিলেন গোমতী জেলা পরিষদের সভাধিপতি স্বপন অধিকারী, বিধায়ক বিপ্লব কুমার ঘোষ, গোমতী জেলার জেলা শাসক গভেকার ময়ূর রতিলাল।সভায় সভাপতিত্ব করেন পুরপিতা শিতল মজুমদার। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়েমন্ত্রী প্রনজিৎ সিংহ রায় বলেন দেশের প্রধানমন্ত্রী ও রাজ্য সরকারের একটাই লক্ষ , রোজগার ছাড়া যাতে কেউ না থাকে।এই লক্ষকে সামনে রেখে সারা রাজ্যে জনগণের সুবিধার্থে সরকার কাজ করছে।গত সরকারের আমলে জনগণের অধিকার বলে ছিল না কিছু। সরকারের সুযোগ সুবিধা পেতে গেলে এখন আর আগের সরকারের মত নেতাদের বাড়িতে ছুটতে হয় না। মন্ত্রী প্রনজিৎ সিংহ রায় আরও বলেন , কৃষি কাজ করে বর্তমানে অনেক কৃষক , অনেক যুবক স্বাবলম্বী হয়ে উঠেছে। যেটা আগেকার সরকারের সময়ে সম্ভব ছিল না। বর্তমান সরকার কৃষকদের উন্নয়নের বহুমুখী প্রকল্প নিয়েছে। এদিনের সম্মেলনকে কেন্দ্র করে সুবিধাভোগীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা পরিলক্ষিত হয় | আগামী দিনে সরকার জনকল্যাণে আরও বহু কর্মসূচি গ্রহণ করবে বলে জানান সরকারি বিভিন্ন আধিকারিকরা।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service