জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ৫১ টি বসন্ত পার করে ৫২তে পা দিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেব। শুভেচ্ছার বন্যা বইছে সোশ্যাল মিডিয়ায়।জন্মদিনে মায়ের আশীর্বাদ নিয়েই সাংসদ বিপ্লব কুমার দেব সোজা চলে যান বিভিন্ন মন্দির আশ্রমে পুজো দিতে। মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির ও রাজধানীর কৃষ্ণনগরস্থিত শ্রীশ্রী অনুকূলচন্দ্র দেবের আশ্রমে গিয়ে পুজো পাঠ করে সবার মঙ্গল কামনা করেন। অনুকূল চন্দ্রের আশ্রমে যাওয়ার সঙ্গে সঙ্গেই আশ্রমের প্রধান পুরোহিত বিপ্লব কুমার দেবকে ফুলের তোরা দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানান। শ্রীদেব আশ্রমে প্রবেশ করেই প্রথমে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র দেবকে প্রণাম করে একে একে বড়মা, বড় দাদা, শ্রীশ্রী দাদা, আশ্চর্যদেব ও অবিন বাবুর কাছ থেকে কৃপা প্রার্থনা করেন। এদিন শ্রীদেব তার সামাজিক মাধ্যমে লিখেন, পরমপ্রেমময় ঠাকুর শ্রী শ্রী অনুকূল চন্দ্রের বাণীসমৃদ্ধ মঙ্গলালোকে উদ্ভাসিত পথ , আমাদের অধ্যান্তিক শুভ চেতনা উদ্ভাসিত করে। ঠাকুর নির্দেশিত এই ভাবনায় উজ্জলতর আগামীর দিশা প্রদর্শক ও আমার ব্যক্তিজীবনে সঠিক পথ চয়নে অনুপ্রেরণার সঞ্চারক।এদিন সাংসদ বিপ্লব কুমার দেব উদয়পুরের মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরেও পুজো দেন। শ্রীদেব লিখেন মায়ের কৃপায় সমস্ত আধার মুছে গিয়ে , শুভ আলোকে উদ্ভাসিত হোক সবার জীবন।
রাজ্য
৫১ টি বসন্ত পার করে ৫২তে পা দিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেব
- by janatar kalam
- 2022-11-25
- 0 Comments
- Less than a minute
- 3 years ago

Leave feedback about this