2024-12-16
agartala,tripura
রাজ্য

” কর্তব্য শেষে হোম কোয়ারেন্টিনে গেলেন রাজ্যের বিশিষ্ট চিকিৎসক ড: প্রদীপ ভৌমিকসহ ডক্টরদের একটি টিম “

জানা যায় রাজ্যের করোনা সংক্রমিতদের চিকিৎসার জন্য বিশিষ্ট চিকিৎসক ড: প্রদীপ ভৌমিকের নেতৃত্বে একটি মেডিকেল গঠন হয়েছিল এবং ৭দিন কাজ করার পর আজ কর্তব্য শেষে ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে গেলেন ড: প্রদীপ ভৌমিকসহ ডক্টরদের টিমটি। বক্তব্য রাখতে গিয়ে ড: শ্রী ভৌমিক আত্মসন্তুষ্টি প্রকাশের পাশাপাশি রাজ্যবাসীর প্রতি ভয় নেই জয় আমাদের হবে বলে বার্তা ছড়িয়ে দেন।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service