জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বেআইনি দখলদার ও নেশার ঠেকদাতাদের মদত যোগাচ্ছে মানিক সরকার আশীষ সাহারা।বেআইনি দখলদারদের নিয়ে ঘৃণ্য রাজনীতিতে বিরোধী দলনেতা বললেন মেয়র দীপক মজুমদার। প্রদেশ বিজেপি মোর্চার উদ্যোগে শুরু হয়েছে বস্তি সম্পর্ক অভিযান। কেমন আছে তপশিলি জাতি ভুক্ত শ্রেণীর মানুষরা। গত সাড়ে চার বছরে তাদের জীবন জীবিকার মানোন্নয়ন কি হয়েছে।সরকারি বিভিন্ন প্রকল্প গুলির সুযোগ-সুবিধা তপশিলি জাতি অংশের মানুষের মধ্যে কতটুকু পৌঁছেছে। ইত্যাদি বিভিন্ন বিষয়ের খোঁজখবর নিতে বিভিন্ন বস্তিতে সোজাসুজি খোঁজখবর নিতে চষে বেড়াচ্ছেন দলীয় প্রতিনিধিরা। বুধবার রাজধানীর ভট্ট পুকুর কালিটিলা রবিদাস পাড়ায় তপশিলি জাতি অংশের মানুষদের খোঁজখবর নিতে বাড়ি বাড়ি জনসম্পর্ক অভিযান করেছেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। শ্রী মজুমদার এদিন বটতলা বাজারের বেআইনি উচ্ছেদ প্রসঙ্গে বনধকে কেন্দ্র করে সাংবাদিকদের প্রশ্নোত্তরে জানান , উচ্ছেদকে কেন্দ্র করে ঘৃণ্য রাজনীতি করছে বিরোধীরা। তারা সরকারের পাশে না দাড়িয়ে বেআইনি দখলদার ও নেশার ঠেকদাতাদের সঙ্গ দিচ্ছে। মেয়র দীপক মজুমদার এদিন আরও বলেন , পুর নিগাম স্থানীয় ক্লাব , বাজারের ব্যবসায়ী সমিতি সবার সাথে আলোচনা করেই বেআইনি নেশার ঠেকগুলিকে ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে। এলাকাবাসীর স্বার্থেই আগরতলা পুর নিগম কাজ করেছে। এদিনের বস্তি সম্পর্ক অভিযানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কর্পোরেটর অভিজিৎ মল্লিক ও বাপি দাস প্রমূখ।
রাজ্য
নেশার ঠেকদাতাদের মদত যোগাচ্ছে বিরোধীরা :দীপক মজুমদার
- by janatar kalam
- 2022-11-23
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this