2024-12-22
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

রাজ্যে মাছের উৎপাদন এখন আগের তুলনায় অনেকটা বৃদ্ধি পেয়েছে : মন্ত্রী প্রেম কুমার রিয়াং

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ২১ নভেম্বর দিনটি গোটা বিশ্বজুড়েই প্রতিবছর উদযাপিত হয় বিশ্ব মৎস্য দিবস হিসাবে। এবার যেন তার ব্যতিক্রম নয়। বিভিন্ন প্রান্তের সাথে সম্মতি রেখে রাজ্যেও মৎস্য দপ্তরের উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হল দিনটি। কেন্দ্রীয়ভাবে রাজ্যে মূল অনুষ্ঠানটি হয়, আগরতলা শহীদ ভগৎ সিং যুব আবাসে। রাজ্যে মাছের উৎপাদন বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করে বিশ্ব মৎস্য দিবসে আয়োজন করা হয় এক রাজ্যভিত্তিক কর্মশালা। সোমবার সকালে এই কর্মশালার উদ্বোধন করেন মৎস্য দপ্তরের মন্ত্রী প্রেম কুমার রিয়াং। উপস্থিত ছিলেন বিধায়ক ডক্টর দিলীপ কুমার দাস সহ রাজ্য সরকারের মৎস্য দপ্তরের আধিকারিকরা। এদিনের এই কর্মশালায় রাজ্যের সব কটি জেলা থেকে তিনজন করে মৎস্য চাষীদের সংবর্ধনা দেওয়া হয়। দিবসটি পালনের তাৎপর্য তুলে ধরে এদিন মন্ত্রী শ্রী রিয়াং বলেন রাজ্যে মাছের উৎপাদন এখন আগের তুলনায় অনেকটা বৃদ্ধি পেয়েছে। উত্তর পূর্বাঞ্চলের মধ্যে শীর্ষস্থানে রয়েছে ত্রিপুরা। যদিও এখনো রাজ্যে চাহিদার তুলনায় যোগান অনেকটাই কম।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service