2024-12-17
agartala,tripura
রাজ্য

সিপিএম কংগ্রেস রাজনীতির ফায়দা তুলতে প্রদ্যুৎ কিশোরকে নিয়ে এখন টানাটানি করছে: সুশান্ত

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- অপরাধ প্রবণতা কম রাজ্যগুলির মধ্যে সারা দেশের মধ্যে সবচেয়ে পেছনের রাজ্যগুলির মধ্যে ত্রিপুরা রয়েছে পঞ্চম স্থানে। যেখানে সিপিএম আমলে প্রথম স্থানে থাকার জন্য মানিক সরকার গোল্ড মেডেল পেয়েছিল কটাক্ষ করে বললেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। রাজ্যে বিভিন্ন ঘটনায় কেইস রেজিস্ট্রি কমে দাঁড়িয়েছে ২০ শতাংশে। ২০১৮ সালের তুলনায় বর্তমানে অপরাধজনক ঘটনা অনেকাংশেই কমে এসেছে। সারা দেশের মধ্যে ক্রাইম হওয়া রাজ্যগুলির মধ্যে শেষের দিকে রাজ্যগুলির মধ্যে ত্রিপুরা রয়েছে পঞ্চম স্থানে।ক্রাইম-এর সংখ্যাও রাজ্যে অনেক কমে এসেছে। এদিকে অপরাধ দমনের হার বৃদ্ধি পেয়েছে প্রায় ৫০শতাংশ। তার থেকে একটা জিনিস প্রমাণিত হয়েছে রাজ্যের পুলিশ স্বাধীনভাবে কাজ করতে পারছে। তাই রাজ্যের আইন শৃঙ্খলা সঠিক স্থানে রয়েছে। যারা আইন শৃঙ্খলার অবনতি কথা উল্লেখ করছে তারা শুধুমাত্র রাজনীতির জন্য এই ধরনের অপপ্রচার চালিয়ে যাচ্ছে। শনিবার বিজেপি সদর দফতরে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে পরিসংখ্যান সহ এই তথ্য তুলে ধরেন রাজ্য সরকারের তথ্য সংস্কৃতি ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। মন্ত্রী শ্রী চৌধুরী এদিন সিপিআইএমকে তীব্র কটাক্ষ করে বলেন , ২০০০ টাকা করে সামাজিক বাধা পেলে সিপিআইএম বুঝে গেছে তাদের পার্টিতে আর লোক থাকবে না। যার জন্য মানুষ যাতে দুই হাজার টাকা করে ভাতা পেতে পারে সেটাকে বিঘ্নিত করার লক্ষ্যে অফিসারদের শাসানু শুরু করেছে। দেখে নেওয়ার হুমকি দিচ্ছে। এই ধরনের ঘৃণ্য রাজনীতিতে নেমেছে সিপিআইএম দল। মন্ত্রী সুশান্ত চৌধুরী এদিন সিপিআইএম দলের প্রাক্তন সাংসদ বর্তমান রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরীকে তীব্র আক্রমণ করেন। বলেন এমবিবি বিমানবন্দরে হিন্দি ও ইংরেজির পাশাপাশি ককবরক ভাষায় সম্প্রচার করার দাবিতে প্রদ্যুৎ কিশোর কে সমর্থন করে জিতেন্দ্র চৌধুরী। মন্ত্রী বলেন আসলে সিপিএম কংগ্রেস রাজনীতির ফায়দা তুলতে প্রদ্যুৎ কিশোরকে নিয়ে এখন টানাটানি করছে। কেননা তাদের কাছে এখন আর কোনো ইস্যু নেই। এদিনের সাংবাদিক বৈঠকে মন্ত্রী সুশান্ত চৌধুরী সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরীর বক্তব্যের তীব্র কটাক্ষ করেন।পাশাপাশি সিপিআইএম এবং কংগ্রেসকে একটি দেউলিয়া রাজনৈতিক দল বলে আখ্যায়িত করেন। সাংবাদিক বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন। বিজেপি নেত্রী মনিকা দাস দত্ত ও বিজেপি উপজাতি মোর্চার নেতা বিদ্যুৎ দেববর্মা।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service