সাফাই কর্মীদের জন্য আবারো কল্পতরু হয়ে উঠলেন বর্তমান সরকার। সাফাই কর্মীদের বেতন ভাতা বৃদ্ধি, তাদের সুরক্ষার প্রশ্নে হেলথ কার্ড চালু করার পর, এবার তাদের সন্তানদের পড়াশোনার জন্য আরো বেশি কল্পতরু হয়ে উঠলো সরকার। কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে এবার সাফাই কর্মীদের সন্তানদের পড়াশোনার জন্য চালু হলো প্রি মেট্রিক স্কলারশিপ। এই প্রকল্পের মাধ্যমে এখন থেকে সাফাই কর্মীদের দশম শ্রেণী পর্যন্ত পড়ুয়া ছেলেমেয়েরা বছরে আর্থিক সহায়তা পাবে।। প্রত্যেক সন্তান আবেদনমূলে পাবে বছরে সাড়ে তিন হাজার টাকা। এর মধ্যে আবার যারা হোস্টেলে থেকে পড়াশোনা করে তাদের ক্ষেত্রে আর্থিক বরাদ্দ করা হয় দ্বিগুণ। হোস্টেলে থাকা প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে পড়ুয়ারা পাবেন ৭০০০ এবং তৃতীয় থেকে দশম শ্রেণী পর্যন্ত পড়ুয়ারা পাবেন ৮০০০ টাকা। সাফাই কর্মীদের পরিবারে যতজন সন্তান থাকবে প্রত্যেকেই এই সহায়তার সুযোগ পাবেন। শনিবার আগরতলা পুর নিগমের কনফারেন্স হলে বিভিন্ন দপ্তরের আধিকারিকদের পাশে রেখে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে একথা জানান মেয়র দীপক মজুমদার। কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ প্রচেষ্টায় চালু হওয়া এই প্রকল্পে আগরতলা পুর নিগমের আওতাধীন কর্মরত ২৫৮০ জন সাফাই কর্মী উপকৃত হবেন।
রাজ্য
সাফাই কর্মীদের সন্তানদের পড়াশোনার জন্য আরো বেশি কল্পতরু হয়ে উঠলো সরকার
- by janatar kalam
- 2022-11-19
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this