জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ভারত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন সেন্ট্রাল ব্যুরো অফ কমিউনিকেশন ফিল্ড অফিস আগরতলার উদ্যোগে এবং ত্রিপুরা সরকারি কৃষি মহাবিদ্যালয়ের সহায়তায় কৃষি মহাবিদ্যালয় অডিটোরিয়ামে আয়োজন করা হয়েছে তিন দিনব্যাপী এক প্রদর্শনী। আজাদী কা অমৃত মহোৎসব ও ভারত সরকারের গত আট বছরের সেবা সুশাসন ও বিভিন্ন উন্নয়ন প্রকল্প উপস্থাপন করা হয়েছে উক্ত প্রদর্শনীতে।16 নভেম্বর প্রদর্শনীটির আনুষ্ঠানিক সূচনা করেছিলেন রাজ্য সরকারের তথ্য-সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। বৃহস্পতিবার ছিল প্রদর্শনীর দ্বিতীয় দিন। এদিন কলেজ ছাত্র-ছাত্রীদের মধ্যে আয়োজিত হয় ভারত সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্প নিয়ে কুইজ প্রতিযোগিতা।প্রতিযোগিতায় অংশগ্রহণকারী 20জন ছাত্রছাত্রীকে পুরস্কৃত করা হয়েছে সেন্ট্রাল ব্যুরো অফ কমিউনিকেশন আগরতলা ফিল্ড অফিসের তরফে। প্রতিযোগিতাটি পরিচালনা করেন কৃষি মহা বিদ্যালয়ের সহকারি অধ্যাপক গন। তার আগে কলেজের সিনিয়র ছাত্রছাত্রীরা অন্যান্য স্কুল কলেজের ছাত্র ছাত্রীদেরকে আজাদী কা অমৃত মহোৎসব ও ভারত সরকারের সেবা সুশাসন সহ বিভিন্ন প্রকল্পের উপর আয়োজিত প্রদর্শনীর বিষয়বস্তু উপস্থাপনে করেন। এদিনের অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখতে গিয়ে সেন্ট্রাল ব্যুরো অফ কমিউনিকেশন ফিল্ড অফিস আগরতলা ও কৈলাশহরের আধিকারিক এইচ কে চ্যাং বলেন, বর্তমান কেন্দ্রীয় সরকারের সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস কর্মসূচিতে শামিল হতে হবে প্রত্যেক তবেই দেশ এবং রাজ্যের উন্নয়ন সম্ভব।অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান নাটক, নৃত্য ও গান পরিবেশিত করা হয়।
রাজ্য
ভারত সরকারের আট বছরের সেবা সুশাসন ও গরিব কল্যাণ এবং আজাদী কা অমৃত মহোৎসবের উপর মুক্ত কুইজ প্রতিযোগিতায় ব্যাপক উচ্ছাস ছাত্র-ছাত্রীদের
- by janatar kalam
- 2022-11-18
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this