2024-12-25
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

প্রশাসনিক শিবির গুলিতে নাগরিকদের বিভিন্ন গুরুত্বপূর্ণ পরিষেবা প্রদান করা হচ্ছে : মেয়র

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আগরতলা পৌর নিগমের বিভিন্ন ওয়ার্ডে সোমবার প্রতি ঘরে সুশাসন অভিযানের অঙ্গ হিসেবে প্রশাসনিক শিবির অনুষ্ঠিত হয়। এদিন ২৭ নং ওয়ার্ড ও ৩৭ নাম্বার ওয়ার্ডে অনুষ্ঠিত হয় এই শিবির। শিবিরের উদ্বোধন করেন আগরতলা পুর নিগমের মেয়র দিপক মজুমদার। তিনি জানান রাজ্য সরকারের প্রতি ঘরে সুশাসন অভিযানের অঙ্গ হিসেবে আগরতলা পুর নিগমের বিভিন্ন ওয়ার্ডে যে প্রশাসনিক শিবির অনুষ্ঠিত হচ্ছে সেখানে ওয়ার্ডের কর্মীরা এলাকার মানুষের ঘরে ঘরেও এ সম্পর্কিত বিভিন্ন পরিষেবা পৌঁছে দিচ্ছে। সত্যিকার অর্থেই যেন তা প্রতি ঘরে সুশাসন। তিনি এদিন আরও জানান এই প্রশাসনিক শিবির গুলিতে নাগরিকদের বিভিন্ন গুরুত্বপূর্ণ পরিষেবা প্রদান করা হচ্ছে। নাগরিকদের প্রয়োজনে আবার বিভিন্ন ওয়ার্ডে এই ধরনের প্রশাসনিক শিবির করা হবে। জনগণের প্রত্যেকের সহযোগিতা কামনা করেন তিনি।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service