জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ভোট বড় বালাই। আস্থা আর অনাস্থার দোলাচলে কত দৃশ্যই যে মঞ্চস্ত হয় ভোটরঙ্গ মঞ্চে। সোমবার এমনই এক দৃশ্য মঞ্চস্ত হল রাজ্য রাজনীতির রঙ্গমঞ্চে। এক সময়কার ডাক সাইটে বাম নেতা প্রবীর চক্রবর্তী আবারো ভোল বদলে নিলেন। বামকে বিদায় জানিয়ে কংগ্রেস শিবির ছুয়ে গিয়েছিলেন পদ্মবনে। কিন্তু সময়ের হাত ধরে পুনরায় ফিরে এলেন হাত শিবিরে। হাতে হাত রেখে তুলে নিলেন তেরঙ্গা ঝান্ডা। কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন সহ একাধিক কংগ্রেস নেতৃত্তের উপস্থিতিতে শেষমেষ আস্থা রাখলেন কংগ্রেসের ঘরে। দলের পতাকায় নতুন অতিথিকে বরণ করে নিলেন কংগ্রেস নেতৃত্ব।এদিন অবশ্য হাতেগোনা কয়েকজন অনুগামীকেও তার পাশে নতুন শিবিরে মিশে যেতে দেখা গেছে। কেন এই ছন্দপতন ? এই প্রশ্নের উত্তর দিতে দেখা গেল না সদ্য দলত্যাগী প্রবীর চক্রবর্তীকে। তিনি তার ভোলবদলের কারণ নিয়ে সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলেন নি। অনেকটা নিস্প্রভ দেখাচ্ছিল তাকে। তার হঠাৎ এই শিবির বদল নিয়ে যদিও বিজেপি দলের পক্ষ থেকে কোনও ধরনের প্রতিক্রিয়া মিলেনি।তবে রাজ্য রাজনীতির অন্দরে তার পুনরায় ভোলবদল নিয়ে টীকাটিপ্পনী যে চলছে জোরকদমে তা বলা বাহুল্য। অপরদিকে কংগ্রেসের পক্ষ থেকে এদিন সাংবাদিক সন্মেলন আহবান করা হয়েছিল।সেই সাংবাদিক সন্মেলনে প্রবীরের এই ঘর বদলের আনুষ্ঠানিক ঘোষণা করেন কংগ্রেস নেতা আশীষ কুমার সাহা।
রাজ্য
কেন এই ছন্দপতন ? এই প্রশ্নের উত্তর দিতে দেখা গেল না সদ্য দলত্যাগী প্রবীর চক্রবর্তীকে
- by janatar kalam
- 2022-11-14
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this