জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- গুন্ডামি মস্তানি, লাঠির জোর অস্ত্রের ঝলকানি দেখিয়ে এই রাজ্যে কিছুই করা সম্ভব নয়। সরকার তাদের কিছুতেই বরদাশত করবে না। কঠোর হাতে মোকাবেলা করা হবে তাদের। বললেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডা: মানিক সাহা। লাঠি হাতে নিয়ে গুন্ডামি মস্তানী কিংবা অস্ত্রের ঝলকানি দিয়ে এবার কিছুই করা যাবে না। গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবে সবাই। সন্ত্রাস কায়েম করে কিছুই করা যাবে না। সরকার এগুলিকে কখনোই বরদাস্ত করবে না। গোমতী জেলার উদয়পুর রাজর্ষি হলে প্রতি ঘর সুশাসন শিবিরের বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর ডা: মানিক সাহা সন্ত্রাসবাদ গুন্ডা মস্তানদের বিরুদ্ধে হুমকি দিয়ে কথাগুলো বলেন। মুখ্যমন্ত্রী বলেন, পূর্বেকার সরকারের আমলে মানুষ মিছিলে হাঁটতে হাঁটতে অর্ধেক জীবন শেষ করেছে। 10323 শিক্ষক-শিক্ষিকাদের উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রী আরও বলেন , সরকারি কোনও সুযোগ-সুবিধা পেতে গেলে ঘুরতে হয়েছে নেতাদের পিছনে পিছনে ,তাদের পিছনে ঘুরে যাই একটি চাকরি পেয়েছিল তাও চলে গিয়েছে সরকারের ভুলের দোষে। বর্তমান সরকার এটাতে বিশ্বাসী নয়। স্বচ্ছ সরকার সবকিছু স্বচ্ছতার সঙ্গেই করছে। মুখ্যমন্ত্রী বলেন কেন্দ্রীয় সরকার রাজ্যের কোন প্রকল্পে অনীহা প্রকাশ করছে না , আমরা যা চাইছি সরকার সঙ্গে সঙ্গেই তা বরাদ্দ করে দিচ্ছে , কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী মঞ্চে বসেই আসাম আগরতলা লাইফ লাইনকে চারলেনে রূপান্তরিত করার ঘোষণা করেন ঘোষণা করেন। এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এছাড়াও উপস্থিত ছিলেন পরিবহন,কূষি ও পর্যটন মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়, উপজাতি কল্যান মন্ত্রী রামপদ জমাতিয়া, গোমতী জেলার জিলা পরিষদের সভাধিপতি স্বপন অধিকারী, জেলার বিধায়ক গন সহ জেলা শাসক, পুলিশ সুপার,ও পুরপিতা শিতল মজুমদার। অনুষ্ঠানে বিভিন্ন বেনিফিশিয়ারির হাতে সরকারি সুযোগ সুবিধা তুলে দেন উপস্থিত অতিথিরা।
রাজ্য
গুন্ডামি মস্তানি আর অস্ত্রের ঝলকানি বরদাস্থ করা হবে না :মানিক
- by janatar kalam
- 2022-11-14
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this