লকডাউন-র সময়ে চুপিসারে সরকারি উন্নয়নমূলক কাজ করিয়ে কাজের বরাদ্দ অর্থে ভাগ বসাচ্ছে কাজের দায়িত্বপ্রাপ্ত পঞ্চায়েত সচিব এবং ‘জিআরএস’। এমনই এক অভিযোগ উঠে এসেছে তেলিয়ামুড়া ব্লকের অধীন উপজাতি স্ব-শাসিত জেলা পরিষদের সর্দ্দু-কর-করি ভিলেজের মানুষের মধ্যে । জানা গেছে, সর্দু-কর-করি ভিলেজের ছনথাং এলাকায় একটি বাঁধের কাজের জন্য ‘এমজিএন’ রেগা প্রকল্পের অর্থে বারশো শ্রমিকের কাজ ব্লক থেকে বরাদ্দ করা হয় রাজ্যে লক ডাউনের আগেই । কিন্তু রাজ্যে লকডাউন শুরু হয়ে যাওয়ায় এই বাঁধের নির্মাণ কাজ বন্ধ রাখা হয় । যদিও গ্রামবাসীরা অভিযোগ করেন এই বাঁধের জন্য ব্লক থেকে ২ লক্ষ ৪৬ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে । পঞ্চায়েত সচিব এবং “জিআরএস”-র যোগসাভাসে রেগা শ্রমিকদের দিয়ে এই কাজ না করিয়ে ড্রজার দিয়ে বাঁধের কাজ করিয়ে এই বরাদ্দকৃত অর্থ থেকে প্রচুর অর্থ আত্মসাৎ করছে । যদিও পঞ্চায়েত সচিব এলাকাবাসীদের আশ্বাস দেন আর ড্রেজার দিয়ে কোন রকম কাজ করানো হবে না । তাছাড়া এই ব্যাপারে এলাকার “আইপিএফটি” কর্মীরা একরাশ তীব্র ক্ষোভ প্রকাশ করেছে
রাজ্য
রেগা শ্রমিকদের দিয়ে কাজ না করিয়ে ড্রজার দিয়ে বাঁধের কাজ করিয়ে এই বরাদ্দকৃত অর্থ আত্মসাৎ করার অভিযোগ পঞ্চায়েত সচিব এবং জিআরএসের বিরুদ্ধে
- by janatar kalam
- 2020-05-13
- 0 Comments
- Less than a minute
- 5 years ago
Leave feedback about this