2024-09-16
agartala,tripura
রাজ্য

রেগা শ্রমিকদের দিয়ে কাজ না করিয়ে ড্রজার দিয়ে বাঁধের কাজ করিয়ে এই বরাদ্দকৃত অর্থ আত্মসাৎ করার অভিযোগ পঞ্চায়েত সচিব এবং জিআরএসের বিরুদ্ধে

লকডাউন-র সময়ে চুপিসারে সরকারি উন্নয়নমূলক কাজ করিয়ে কাজের বরাদ্দ অর্থে ভাগ বসাচ্ছে কাজের দায়িত্বপ্রাপ্ত পঞ্চায়েত সচিব এবং ‘জিআরএস’। এমনই এক অভিযোগ উঠে এসেছে তেলিয়ামুড়া ব্লকের অধীন উপজাতি স্ব-শাসিত জেলা পরিষদের সর্দ্দু-কর-করি ভিলেজের মানুষের মধ্যে । জানা গেছে, সর্দু-কর-করি ভিলেজের ছনথাং এলাকায় একটি বাঁধের কাজের জন্য ‘এমজিএন’ রেগা প্রকল্পের অর্থে বারশো শ্রমিকের কাজ ব্লক থেকে বরাদ্দ করা হয় রাজ্যে লক ডাউনের আগেই । কিন্তু রাজ্যে লকডাউন শুরু হয়ে যাওয়ায় এই বাঁধের নির্মাণ কাজ বন্ধ রাখা হয় । যদিও গ্রামবাসীরা অভিযোগ করেন এই বাঁধের জন্য ব্লক থেকে ২ লক্ষ ৪৬ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে । পঞ্চায়েত সচিব এবং “জিআরএস”-র যোগসাভাসে রেগা শ্রমিকদের দিয়ে এই কাজ না করিয়ে ড্রজার দিয়ে বাঁধের কাজ করিয়ে এই বরাদ্দকৃত অর্থ থেকে প্রচুর অর্থ আত্মসাৎ করছে । যদিও পঞ্চায়েত সচিব এলাকাবাসীদের আশ্বাস দেন আর ড্রেজার দিয়ে কোন রকম কাজ করানো হবে না । তাছাড়া এই ব্যাপারে এলাকার “আইপিএফটি” কর্মীরা একরাশ তীব্র ক্ষোভ প্রকাশ করেছে

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service