2024-12-21
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

জনজাতি গৌরব দিবসের প্রস্তুতি তুঙ্গে, সরজমিনে খতিয়ে দেখলেন সাংসদ রেবতী ত্রিপুরা

জনতার কলম ত্রিপুরা আমবাসা প্রতিনিধি :- বিরসা মুন্ডার জন্ম দিনকে জনজাতি গৌরব দিবস হিসাবে পালন করবে। মঞ্চের প্রস্তুতি কাজ খতিয়ে দেখলেন সাংসদ রেবতী ত্রিপুরা। চলতি মাসের ১৫ ই নভেম্বর জনজাতি গৌরব দিবস। এ দিবসকে কেন্দ্র করে রাজ্যব্যাপী যে অনুষ্ঠান হাতে নেওয়া হয়েছে তা আমবাসা মহাকুমার সদর আমবাসা দশমিঘাট ময়দানে অনুষ্ঠিত হতে যাচ্ছে। রবিবার এ অনুষ্ঠানের প্রস্তুতি খতিয়ে দেখতে দশমিঘাট ময়দানে উপস্থিত হন পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের সাংসদ রেবতী ত্রিপুরা। ছিলেন আমবাসা বিধানসভা বিধায়ক পরিমল দেববর্মা , রাজ্যের শিল্প ও বাণিজ্য দপ্তরের চেয়ারম্যান টিংকু রায় সহ অন্যান্যরা। কাজের গুণগতমান সহ অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে কথাও বলেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে সংসদ রেবতী ত্রিপুরা বলেন, 15 ই নভেম্বর জনজাতি গৌরব দিবস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই দিনটিকে জনজাতি গৌরব দিবস হিসেবে ঘোষণা দিয়েছিলেন। আর তারপর থেকেই প্রত্যেক বছর যথাযোগ্য মর্যাদা সহিত দিবসটিকে পালন করা হয়ে থাকে। দশমী ঘাট ময়দানে জনজাতি গৌরব দিবসের শুভ উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা। এছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় সরকারের কেবিনেট মন্ত্রী সর্বানন সানোয়াল , রাজ্যসভার এমপি তথা জনজাতি মোর্চার জাতীয় সভাপতি সমীর ওরাং, পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের সাংসদ রেবতি ত্রিপুরা, এমপি ডক্টর মহেশ শর্মা , মন্ত্রী মনোজ কান্তি দেব, সহ ধলাই জেলার সবকটি বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিধায়িকা। এই অনুষ্ঠানে রাজ্যের ১৯ টি জনজাতি অংশের প্রতিনিধিরা অংশগ্রহণ করবে বলে জানান সাংসদ রেবতী ত্রিপুরা। দিনভর থাকবে জনজাতিদের কৃষ্টি সংস্কৃতির উপর নানান অনুষ্ঠান। এছাড়াও সরকারি উদ্যোগে গড়ে তোলা হবে বিভিন্ন দপ্তরের স্টল। ইনস্টল গুলি থেকে বিভিন্ন সুযোগ-সুবিধা গ্রহণ করা যাবে বলে জানান সাংসদ। অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করার জন্য সকল অংশের জনগণের সহযোগিতা ও উপস্থিতি কামনা করেছেন সাংসদ রেবতী ত্রিপুরা।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service