জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দুই মাস থানসা রাখ তিপরাসা ২০২৩ সালে গোটা হিন্দুস্থানকে দেখাবে উই আর রেডি টু ফাইট। আহব্বান প্রদ্যুৎ কিশোর দেববর্মনের। পূর্বঘোষণা অনুযায়ী রাজধানীর বিবেকানন্দ ময়দানে রীতিমতো শক্তির মহড়া দিল আঞ্চলিক রাজনৈতিক দল গ্রেটার তিপরা ল্যান্ডের দাবিদার তিপরা মথা। লোমহর্ষক উত্তেজনাপূর্ণ বক্তব্য রেখে উপজাতীয় অংশের জনগণকে উজ্জীবিত করতে চেয়েছে আঞ্চলিক দল। ১০০০ বছর রাজার শাসনের পর স্বাধীনতার ৭৫ বছরে এসে দাঁড়িয়ে বুবাগ্রা বলছে থানসার কথা। প্রদ্যুৎ কিশোর দেব বর্মনের বক্তব্য স্বাধীনতার ৭৫ বর্ষে উপজাতিদের কোনো উন্নয়ন হয়নি তার জন্য ফাইট করতে হবে। বুবাগ্রার প্রশ্ন কেন স্বাধীনতার ৭৫ বছর পর নিজের অধিকারের জন্য অন্যের কাছে ভিক্ষা করতে হচ্ছে। কেন উপজাতিদের মধ্যে একতা আসছে না। আগামী দুই মাসের জন্য প্রত্যেকের ভিতর একতা আনার আহ্বান রেখেছেন প্রদ্যুৎ কিশোর। তার জন্য এখন থেকেই আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান রাখেন প্রদ্যুৎ। এদিন তিপরা মথা সুপ্রিমো তীব্র আক্রমণ করেছেন কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বকে। বলেন ২০১৮ বিধানসভা নির্বাচনের আগে মিথ্যা কথা বুঝিয়েছ মানুষকে। বলছিল মিসকলে চাকরি হবে , রেগার মজুরি ৩৪০টাকা হবে , কর্মচারীদের সপ্তম পে কমিশন লাগু হবে কোথায় গিয়েছে সেই মিথ্যার ফুলজুরি। প্রশ্ন করুন নেতৃত্বদের। মথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর তীব্র ক্ষোভ ব্যক্ত করে এদিন মেবার কুমার জমাতিয়া, ধনঞ্জয় ত্রিপুরা, বৃষকেতুদেববর্মা দের দিকে আঙ্গুল দিয়ে বলেন, তারা চার বছর ক্ষমতায় থেকেও উপজাতিদের জন্য কিছুই করতে পারেনি। কারণ তাদের হাতে সংবিধান নেই। সংবিধানের কোথাও উপজাতিদের কথা লেখা নেই। আজ তারা ভুল বুঝে থানসায় মিলিত হয়েছে। প্রদ্যুৎ কিশোরের ডাকা জনসভায় উপজাতি নাগরিকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। জনসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রেখেছিলেন প্রাক্তন ফুটবলার বাইচুং ভুটিয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ।
রাজ্য
২৩শে তিপরাসা গোটা হিন্দুস্থানকে দেখাবে উই আর রেডি টু ফাইট : প্রদ্যুৎ
- by janatar kalam
- 2022-11-12
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this