2024-12-19
agartala,tripura
রাজ্য

সাধারণ নাগরিকদের অভাব অভিযোগের কথা শুনলেন মেয়র

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দলের নির্দেশে প্রতিমাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার সাধারণ নাগরিকদের মুখোমুখি হচ্ছেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। নাগরিকরা সহজেই মেয়রকে কাছে পেয়ে এই সময়ে তুলে ধরছেন তাদের নানা অভাব অভিযোগের কথা। শনিবার ছিল মাসের দ্বিতীয় শনিবার। তাই পূর্ব ঘোষণা অনুযায়ী এদিন আগরতলা কৃষ্ণনগর স্থিত পার্টির প্রদেশ কার্যালয়ে পুর নিগম এলাকার নাগরিকদের অভাব অভিযোগের কথা শুনতে বসলেন মেয়র দীপক মজুমদার। সেখানে পুর নিগম এলাকার বিভিন্ন প্রান্ত থেকে নাগরিকরা ছুটে এসে তাদের নানা অভাব অভিযোগের কথা তুলে ধরেন মেয়রের কাছে। মেয়র গুরুত্ব সহকারে তাদের অভাব অভিযোগ শুনে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেন।মেয়রের সাথে দেখা করতে আগাম কোন অনুমতির প্রয়োজন নেই। এরপরেও দলের নির্দেশে প্রতি মাসে দুই দিন দলীয় কার্যালয়ে বসছেন তিনি। কারণ একটাই যারা কাজের কারণে তাদের অভাব অভিযোগের কথা জানাতে পারেন না, তারা যেন ছুটির দিন সহজেই মেয়রের সাথে দেখা করে তাদের বক্তব্য তুলে ধরতে পারেন। এই উদ্যোগ স্বাভাবিকভাবেই প্রশংসার দাবি রাখে। এদিনের এই কর্মসূচি প্রসঙ্গে মেয়র সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জানান, মানুষের সমস্যা সমাধানের লক্ষ্যেই এধরনের উদ্যোগ। সমস্যাগুলি সম্পর্কে অবগত হয়ে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিক থেকে শুরু করে প্রশাসন কিংবা এলাকার নির্বাচিত প্রতিনিধিদের সহযোগিতায় সমাধানের কাজ চলছে।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service