স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশনা অনুযায়ী রাজ্যের দূরপাল্লার বাস ও ছোট গাড়িগুলি চলার অনুমতি পাওয়ার পর দেখা যাচ্ছে ,গাড়িগুলি নির্দেশনা অনুযায়ী ৫০ শতাংশ যাত্রী নিয়ে চললেও গাড়ির ভাড়া বেশি নেওয়া হচ্ছে জানা যায় , এই পরিপ্রেক্ষিতে গাড়ির চালককে জিজ্ঞাসা করা হলে গাড়ির সিনডিকেট থেকেই এই মূল্য ধার্য করা হয় বলে জানান এবং যাত্রী সাধারণের সাথে আলোচনা সাপেক্ষেই এই মূল্য নেওয়া হচ্ছে বলে জানান গাড়ির চালকরা। পাশাপাশী এবিষয়ে দক্ষিন ত্রিপুরা বাস সিন্ডিকেটের সভাপতি দেবব্রত সরকার জানান যাত্রী সাধারণের সাথে আলোচনাক্রমে সামান্য ভাড়া বাড়িয়ে যাত্রীদের গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার পাশাপাশি রাজ্য সরকার ও দেশের প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেন ।
Leave feedback about this