জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সংবিধান কাজ করছে না ত্রিপুরায়। মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করা হয়েছে। মানুষ নিজেদের ভোটাধিকার পর্যন্ত প্রয়োগ করতে পারছে না। মন্তব্য প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের। গোটা রাজ্য জুড়ে ব্যাপক হারে সন্ত্রাস করে চলছে দুর্বৃত্তরা। বাড়িঘরে ভাঙচুর লুটতরাজ এখন নিত্যনৈমিত্তিক কাজ হয়ে পড়েছে। গত ৩ নভেম্বর বিশালগড়ে সিপিআইএম কর্মীদের বাড়িতে শাসক দলীয় দুর্বৃত্তরা ব্যাপক ভাংচুর করেছে বলে অভিযোগ।শনিবার অফিস টিলায় আক্রান্ত সিপিআইএম কর্মীদের বাড়িঘর সরজমিনে পরিদর্শন করেছে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। সঙ্গে ছিল রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী তথা বিশালগড়ের বর্তমান বিধায়ক ভানুলাল সাহা এবং পার্টির বিশালগড় মহকুমা সম্পাদক পার্থ প্রতিম মজুমদার সহ অন্যান্যরা। প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান শাসকদলীয়দের পায়ের তলার মাটি খসে গেছে।এটা বুঝতে পেরে শাসক দলীয় কর্মী-সমর্থকরা এখন বিরোধীদের উপর টার্গেট করে বাড়িঘরে ব্যাপক ভাঙচুরও আক্রমণ চালাচ্ছে। এদিন তীব্র ক্ষোভ ব্যক্ত করেছেন প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান বিধায়ক ভানু লাল সাহা। বলেন পরিকল্পিতভাবে বিরোধী দলের কর্মী-সমর্থকদের বাড়ি বাড়ি আক্রমন করছে। শাসকদলের দুর্বৃত্তদের এই ধরনের ঘটনা আগামীদিনের তীব্রভাবে প্রতিবাদে সামিল হবে সাধারণমানুষ। মানুষ আর চুপ করে বসে থাকবে না বলেও মন্তব্য করেন বিরোধী দলনেতা।
রাজ্য
গোটা রাজ্য জুড়ে ব্যাপক হারে সন্ত্রাস করে চলছে দুর্বৃত্তরা : মানিক
- by janatar kalam
- 2022-11-05
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this