2024-12-20
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

প্রায় এক কোটি টাকা ব্যয় করে নেশার বিরুদ্ধে অভিযান চালানো হবে : মন্ত্রী সুশান্ত চৌধুরী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- নেশার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে মন্ত্রী সুশান্ত চৌধুরী। নেশা বিরোধী অভিযানে দেড় হাজার ক্লাবকে দেওয়া হবে খেল সামগ্রী। নেশা মুক্ত ত্রিপুরা গড়তে এবার মাঠে নামছে রাজ্য সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর। একই সঙ্গে যুক্ত করা হবে পুলিশ, সমাজকর্মী ও স্বাস্থ্য দপ্তরকে। শনিবার এ নিয়ে শিক্ষাভবনে যুব কল্যাণ ও ক্রীড়া এবং তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরীর পৌরহিত্যে অনুষ্ঠিত হয় এক গুরুত্বপূর্ণ বৈঠক। বৈঠক শেষে মন্ত্রী সুশান্ত চৌধুরী নেশার বিরুদ্ধে অভিযানের প্রসঙ্গটি সাংবাদিকদের সামনে তুলে ধরেন। মন্ত্রী বলেন প্রায় এক কোটি টাকা ব্যয় করে অভিযান চালানো হবে। এদিনের সাংবাদিক বৈঠকে মন্ত্রী সুশান্ত চৌধুরী আরও বলেন , নেশা বিরোধী অভিযানে যুক্ত করা হবে ক্লাবগুলিকেউ। তার জন্য দেড় হাজার ক্লাবের কর্মকর্তাদের হাতে তুলে দেওয়া হবে 20 হাজার টাকা করে খেলার সামগ্রী। মন্ত্রী বলেন ব্যাপকহারে প্রচার করা হবে এই কর্মসূচিকে। যাতে করে যুবসমাজ উপলব্ধি করতে পারে নেশার করাল গ্রাস থেকে নিজেকে রক্ষা করলে নিজেদের ভবিষ্যত সুরক্ষিত থাকবে। সর্বস্তরের জনগণকে যুক্ত করা হবে এই কাজে।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service