জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন তথা ডিওয়াইএফআইয়ের ৪৩ তম প্রতিষ্ঠা দিবসে বৃহস্পতিবার রাজ্যের বিভিন্ন প্রান্তে আয়োজন করা হয় রক্তদান শিবির। সংগঠনের ডুকলী বিভাগীয় কমিটির উদ্যোগে সিপিআইএম বড়দোয়ালী অঞ্চল কমিটির কার্যালয়ে আয়োজিত রক্তদান শিবিরে উপস্থিত থেকে রক্তদাতাদের উৎসাহিত করলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেতা মানিক সরকার। পরে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে বিরোধী দলনেতা বলেন রাজ্যে নতুন সরকার আসার পর প্রথম থেকেই যেভাবে রক্তদান শিবিরে আক্রমণ করার চেষ্টা করছে তাতে তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়েছে। ইদানিং এই আক্রমণ তুলনামূলকভাবে কম। এসব কিছু মোকাবেলা করেই এলাকায় এলাকায় ছাত্র জীবনে রক্তদান শিবিরে এগিয়ে আসছে।বিলোনিয়ায় বাম নেতার বাড়িতে আয়োজিত রক্তদান শিবিরের দুষ্কৃতিকারীদের আক্রমণের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এদিন বিরোধী দলনেতা বলেন বিজেপির সাথে যে সমস্ত ছাত্র যুবরা চলাচল করছে, তাদেরকে কি মানসিকতা নিয়ে গড়ে উঠতে সাহায্য করছে এ থেকেই পরিষ্কার। ছাত্র যুবদের পাশবিক দিক দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এটা সমাজের জন্য চরম বিপদের পরিবেশ পরিমন্ডল তৈরি করছে। এগুলি জনবিচ্ছিন্নতা।
	রাজ্য
	
বিজেপি রক্তদান শিবিরে আক্রমণ করার চেষ্টা করছে তাতে তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়েছে : মানিক
- by janatar kalam
- 2022-11-03
- 0 Comments
- Less than a minute
- 3 years ago

 
	 
	 
	 
	 
	 
	 
	 
	 
	
Leave feedback about this