2024-12-15
agartala,tripura
রাজ্য

ভুল চিকিৎসার বলি এক শিশু ।##07

সামান্য জ্বর এবং পেট ব্যথা নিয়ে রাজধানীর হাপানিয়া হাসপাতালে ভর্তি ছিল শুভেন্দু সাহা নামে ৮ বছর বয়সী এক শিশু । পরীক্ষা নিরীক্ষার পর তাকে ইঞ্জেকশান দেওয়া হয়েছে বলে পরিবার সূত্রে খবর । ইঞ্জেকশান দেওয়ার পর থেকেই শুভেন্দুর শরীর ঠান্ডা হয়ে যায় । এই বিষয়ে শুভেন্দুর মাসি কর্তব্যরত চিকিৎসকদের অনেকবার বলা সত্ত্বেও তারা উনার কথায় আমল দেয়নি । মঙ্গলবার সকালে শুভেন্দুকে মৃত বলে জানিয়ে দেয় চিকিৎসক । যদিও মৃতের পরিবারের অভিযোগ শুভেন্দু রবিবারই মারা গিয়েছিলো । অভিযোগ উঠছে চিকিৎসার গাফিলতিকে আড়াল করতেই শুভেন্দুর সমস্থ প্রেসকিপশন এবং ফাইল লোকানোর চেষ্টা করেছিল তারা ।
এমনকি যে ইঞ্জেকশান দিয়েছিলো তাকেও সরিয়ে দেওয়া হয়েছে । এই ঘটনাকে কেন্দ্র করে হাপানিয়া হাসপাতালে উত্তেজনার পরিবেশ তৈরি হয় । হাসপাতাল কতৃপক্ষ নিজেদের বাঁচানোর জন্য পুলিশ প্রশাসনের সাহায্যে হাসপাতালে পুলিশ মোতায়েন করে । এদিকে শুভেন্দুকে হারিয়ে পাগল প্রায় পরিবার । দাবী চিকিৎসক সহ যারা যারা এই ঘটনায় জড়িত তাদের উপযুক্ত শাস্তি হোক ।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service