2024-12-18
agartala,tripura
রাজ্য

বিজেপি মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে রাজ্যের ক্ষমতা দখল করেছে : মানিক

কাজের জন্য ত্রিপুরার ছেলেমেয়েরা এখন বহির রাজ্যে যেতে হচ্ছে | ত্রিপুরায় কর্মসংস্থানের কোন ব্যবস্থা নেই | বিজেপি মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে রাজ্যের ক্ষমতা দখল করেছে | বললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান বিরোধী দলনেতা মানিক সরকার | রাজ্য একটা অসহনীয় অবস্থার মধ্যে পরিচালিত হচ্ছে | কাজ নেই খাদ্য নেই , মানুষ অর্থের অভাবে হাস্পাতাল থেকে রোগী ছাড়িয়ে নিতে পারছে না | প্রতিদিন মৃত্যুর মিছিল চলছে | কাজের জন্য এখন মেয়েরা পর্যন্ত রাজ্য ছেড়ে অন্য রাজ্যে যেতে হচ্ছে | এই পরিস্থিতিতে সরকারে যারা বসে আছে , তারা শুধু মিথ্যা কথা বলে মানুষকে বিভ্রান্ত করে যাচ্ছে | মন্তব্য করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার | শ্রী সরকার বর্তমান বিজেপি সরকারের ওপর উষ্মা ব্যক্ত করে বলেন , আপনার ঘরের ছেলেদের মেয়েদের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বিভ্রান্ত করে ক্ষমতার মসনদে বসে | বলেছিল মিসকলে চাকরি হবে , 50 হাজার শূন্য পদ খালি রয়েছে , সেগুলি নাকি সরকার ক্ষমতায় আসলে পূরণ করবে | সবই ছিল মিথ্যার ফুলঝুরি , এখন মানুষ সেটা উপলব্ধি করতে পারছে | মানিক সরকার আরও বলেন , বর্তমানে সংখ্যালঘু অংশের মানুষ প্রচন্ড নিরাপত্তাহীনতায় ভুগছে | তাদের ধর্মীয় উৎসব গুলিও নিরাপত্তার’ মাধ্যমে করতে পারছে না | এদিন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেতা বলেন , রাজ্যে একটা দুরহ অবস্থা চলছে | অর্থনৈতিক যাঁতাকলে অধিকাংশ ঘরের মহিলারা আধপেটা কিংবা না খেয়ে রাত্রেবেলা জীবন যাপন করছেন | শ্রী সরকার আরও বলেন , এই রাজ্যে কোন গণতন্ত্র নেই , মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করা হয়েছে | মানুষ শান্তিপূর্ণভাবে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারছে না | সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির ত্রিপুরা রাজ্য কমিটি 20 তম রাজ্য সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী বর্তমান সরকারের প্রতি তীব্র ক্ষোভ ব্যক্ত করেন | এদিনের সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ ঝর্ণা দাশ বৈদ্যে সহ অন্যান্য নারী নেত্রীরা |

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service