2024-12-18
agartala,tripura
রাজ্য

ঐক্যের বার্তা ছড়িয়েছে বিএসএফ :অরুণ চন্দ্র ভৌমিক

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাষ্ট্রীয় একতা দিবসে সাইকেল রেলির আয়োজন করেছেসীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা ,সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের উদ্যোগের ভূয়শী প্রশংসা করেছেন বিধায়ক অরুণ চন্দ্র ভৌমিক। দেশ জুড়ে পালিত হচ্ছে রাষ্ট্রীয় একতা দিবস পক্ষ। সামরিক বাহিনী, আধা সামরিক বাহিনী থেকে শুরু করে সাধারণ নাগরিকরা এই রাষ্ট্রীয় একতা দিবস পালন করছে। ২০১৪ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় আসীন হওয়ার পর দেশের একতার মহানায়ক সরদার বল্লভ ভাই প্যাটেলের জন্মতিথি উপলক্ষে ৩১ অক্টোবর পর্যন্ত রাষ্ট্রীয় একতা দিবস পক্ষ ঘোষণা করেন। শনিবার বিএসএফ ২০০ ব্যাটেলিয়নের পক্ষ থেকে সাড়াসীমা বিওপি থেকে বিলোনিয়া বিওপি পর্যন্ত জনগণের মধ্যে একতার বার্তা ছড়িয়ে দিতে রাষ্ট্রীয় একতা সাইকেল রেলি করেছে। বিএসএফ ছাড়াও এই রেলিতে সাধারণ নাগরিক এবং বিদ্যালয়ের ছাত্ররা অংশগ্রহণ করেছে। রাষ্ট্রীয় একতা দিবস বিষয়ে বলতে গিয়ে বিএসএফ ২০০ নম্বর ব্যাটেলিয়ানের কমান্ডেন্ট রাজ নারায়ণ মিশ্র সরদার বল্লভ ভাই প্যাটেলের কথা উল্লেখ করেন। কমান্ডেন্ট বলেন আগামী দিনে এই একতা রক্ষায় একতা শৃংখল এবং একথা দৌড় এর আয়োজন করা হবে। দেশবাসীর একতা কে সুদৃঢ় করতে তিনি সকলের প্রতি আহ্বান রাখেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিলোনিয়ার বিধায়ক অরুণ চন্দ্র ভৌমিক। শ্রী ভৌমিক এ বিষয়ে প্রতিক্রিয়া তুলে ধরে বিএসএফের প্রশংসা করেন। ২০০ ব্যাটেলিয়ানের বিএসএফ দের এই উদ্যোগে গোটা বিলোনিয়া শহরেই ঐক্যের বার্তা ছড়িয়ে পড়েছে।সাধারণ মানুষের আরো কাছাকাছি পৌঁছে গিয়েছে সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service