জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-জিরানীয়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্রটি পরিদর্শন করেছেরাজ্য সরকারের তথ্য-সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। শ্রী চৌধুরী হাসপাতালের চিকিৎসা পরিষেবা ও অন্যান্য সমস্যা নিয়ে সেখানে উপস্থিত হাসপাতালের সকল চিকিৎসা কর্মীদের সাথে কথা বলেছে। প্রতিটি রোগীকে সঠিক চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য সেখানে উপস্থিত সকল চিকিৎসক ও চিকিৎসার সাথে যুক্ত অন্যান্য কর্মীদের নির্দেশ দেয় । হাসপাতালের সুনাম অক্ষুন্ন রাখতে এবং প্রতিটি রোগী যাতে সঠিক চিকিৎসা পরিষেবা পায়, প্রতিটি রোগীর সাথে যেন চিকিৎসক সহ অন্যান্য কর্মীরা ভালো ব্যবহার করেন তার জন্য সকলের কাছে অনুরোধও জানিয়েছেন। জিরানীয়া মহকুমার মানুষকে চিকিৎসার জন্য যাতে মহকুমার বাইরে না যেতে হয়, এখানকার স্থানীয় হাসপাতালেই রোগীরা যাতে সঠিক চিকিৎসা পায় সেই দিকে সম্মিলিতভাবে সবাইকে চেষ্টা করতে হবে বলে অভিমত ব্যক্ত করেন। জিরানীয়া মহকুমাবাসী যাতে আরও উন্নত চিকিৎসা পায় তার জন্য আগামীতে এখানে আরও উন্নত ভালো চিকিৎসা পরিষেবা দেওয়ার লক্ষ্য নিয়ে সকলকে কাজ করার আহ্বান জানান। সম্প্রতি এই জিরানীয়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে তিন জন বিশেষজ্ঞ চিকিৎসক শিশুরোগ বিশেষজ্ঞ/স্ত্রী ও প্রসূতিরোগ বিশেষজ্ঞ/ এম.ডি মেডিসিন দেওয়ার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহাকে ধন্যবাদ জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী।
রাজ্য
তথ্যমন্ত্রীর হাসপাতাল পরিদর্শন ও ৩ জন বিশেষজ্ঞ চিকিৎসক দেওয়ায় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন মন্ত্রী সুশান্ত চৌধুরীর
- by janatar kalam
- 2022-10-27
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this