জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের সঙ্গে দীপাবলি উৎসব উদযাপন করলেন কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। আখাউড়া চেকপোস্টের স্থলবন্দরে বিএসএফ জওয়ানদের হাতে প্রদীপ ও মিষ্টি তুলে দিয়ে শুভেচ্ছা জানান শ্রীমতি ভৌমিক। কেন্দ্রীয় মন্ত্রী নিজেও স্থলবন্দরে প্রদীপ প্রজ্জলন করেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শ্রীমতি ভৌমিক জানান, বিএসএফ জওয়ানরা দেশ রক্ষার কাজে নিয়োজিত। দীপাবলীর এই শুভলগ্নে পরিবার পরিজনদের ছেড়ে তারা দেশের কাজে নিয়োজিত। বিএসএফ জওয়ানরা ও আমাদের পরিবারের লোক ,তাই তাদের পরিবারের অভাব যাতে অনুভূতিতে না আসে সেজন্য একই সঙ্গে দীপাবলি উৎসব পালন করছি।
রাজ্য
সীমান্তরক্ষী জওয়ানদের শুভেচ্ছা জানান প্রতিমা ভৌমিক
- by janatar kalam
- 2022-10-24
- 0 Comments
- Less than a minute
- 3 years ago

Leave feedback about this