জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধনতেরাসে জমে উঠেছে স্বর্ণের বাজার। ক্রেতাদের ভিড়ে হাসি ফুটছে স্বর্ণ প্রতিষ্ঠানগুলির মুখে। সৌভাগ্যবানদের ভির লক্ষ করা যায় শহরের স্বর্ণ প্রতিষ্ঠানগুলোতে। গত দুই বছরে করোনা অতিমাড়ির সংকট কাটিয়ে ওঠে মানুষ ধীরে ধীরে আর্থিক সংকট থেকে উঠে আসতে সক্ষম হচ্ছে। যার স্পষ্ট প্রতিফলন দেখা যায় এবারের ধনতেরাস উৎসবে। রাজধানীর ছোট-বড় প্রায় সবকটি স্বর্ণ প্রতিষ্ঠানে ক্রেতাদের ভিড় ছিল লক্ষণীয়। বিশেষ করে রাজ্য এবং বহির রাজ্যের স্বনামধন্য স্বর্ণ প্রতিষ্ঠান শ্যাম সুন্দর কোংজুয়েলার্সে ক্রেতাদের ভিড় ছিল উপচে পড়া।ভিড়ে ঠাসা প্রতিষ্ঠান অনেকে তাকে দেখা গিয়েছে ওয়েটিং এ বসে থাকতে। এক সাক্ষাৎকারে শ্যাম সুন্দর কোংজুয়েলার্সের কর্ণধার অর্পিতা সাহা জানান, গত দুই বছরের তুলনায় এ বছর ক্রেতাদের চাহিদা অনেক। শুরুতেই বিক্রি-বাট্টা হচ্ছে খুব ভালো। বলেন, ধনতেরাসে অনেকেই পরিবারের মঙ্গল কামনায় সোনার গয়না কিনতে আসে। শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের কর্ণধার অর্পিতা সাহা আরও জানান , ক্রেতাদের চাহিদা অনুসারে এবছর শ্যাম সুন্দর কোংজুয়েলার্স ও অনেক নতুন নতুন ডিজাইনের গয়না নিয়ে এসেছে। যা ক্রেতাদের মন ভরবে। সব মিলিয়ে রাজধানীর অন্যান্য স্বর্ণ প্রতিষ্ঠানগুলোর তুলনায় মানুষের বিশ্বস্ত শ্যাম সুন্দর কোংজুয়েলার্সের ভিড় ছিল চোখে পড়ার মতো। আগামী কয়েকদিন ধনতেরাসের এই বিক্রি-বাট্টা জমে উঠবে বলে ধারণা করা হচ্ছে।
রাজ্য
শ্যাম সুন্দর কোং জুয়েলার্সে জমে উঠেছে স্বর্ণের বাজার
- by janatar kalam
- 2022-10-23
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this