জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মৃত্যু পথযাত্রী 10323 শিক্ষক শিক্ষিকারা। আমরণ অনশনের চতুর্থ দিনেও অসুস্থ বহু শিক্ষক। ভর্তি করানো হয়েছে হাসপাতালে। অসহায় 10323 শিক্ষক-শিক্ষিকারা দিনদিন মৃত্যুমুখে ধাবিত হচ্ছে। আমরণ অনশনের চতুর্থ দিনে অসুস্থ হয়ে পড়েছে বহু শিক্ষক শিক্ষিকা। আন্দোলন কর্মসূচি চারদিন অতিক্রান্ত হয়ে যাওয়ার পথে সরকারের কোনো প্রতিনিধি দেখা করার প্রয়োজন মনে করেনি আন্দোলনকারীদের সাথে।আন্দোলনে বসার আগে স্বাস্থ্য দপ্তরকেউ চিঠি দিয়েছিল। মেডিকেল টিম দেওয়ার জন্য। যাতে করে অসুস্থ হয়ে পড়লে তড়িঘড়ি চিকিৎসা পরিষেবা দেওয়া যায়। বিস্ময়ের বিষয় হল কোনও মেডিকেল টিম তাদের জন্য দেওয়া হয়নি। তাই একপ্রকার ক্ষোভে ফুঁসছে আন্দোলনকারীরা। এদিকে আন্দোলনরত শিক্ষক জানান, সুপ্রিম কোর্টের রায়ে কোথাও তাদের চাকরি যাওয়ার কথা উল্লেখ নেই | তা সত্ত্বেও শিক্ষা দপ্তর জোরপূর্বক তাদেরকে টার্মিনেট করে দিয়েছে।আশ্চর্যের বিষয় কোন শিক্ষককে টার্মিনেট লেটার দেয়নি দপ্তর। বর্তমান এই পরিস্থিতিতে আন্দোলনরত শিক্ষক শিক্ষিকারা এক অসহনীয় করুণ অবস্থার মধ্যে আন্দোলন চালিয়ে যাচ্ছে। এই মুহূর্তে যদি শিক্ষা দপ্তর কোন বড় পদক্ষেপ না নেয় , তাহলে বিপর্যয়ের আশংকা দেখা দেবে বলে অনুমান তথ্যবিজ্ঞ মহলের।
রাজ্য
অসুস্থ বহু শিক্ষক হাসপাতালে লাইন হেলদোল নেই রাজ্য সরকারের ক্ষুব্দ
- by janatar kalam
- 2022-10-23
- 0 Comments
- Less than a minute
- 3 years ago

Leave feedback about this