2024-11-17
agartala,tripura
রাজ্য

শ্রমিক স্বার্থে নতুন প্রকল্প চালু করলেন মুখ্যমন্ত্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সমাজবাদের কথা বলতে বলতে আজ তারা নিজেরাই সমাজের শত্রু হয়ে গেছে। সর্বহারার নাম দিয়ে যারা সমাজবাদের কথা বলতো তারাই শ্রমিকদের উন্নয়ন তো দূরের কথা , তাদেরকে সর্বনাশের দিকে ঠেলে দিয়েছে। পূর্বতন বামফ্রন্ট সরকারের অভিভাবকদের উদ্দেশ্যে সখেদে এই কথাগুলো অভিজ্ঞতার নিরিখে বললেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বৃহস্পতিবার রবীন্দ্রভবনে নির্মাণ শ্রমিক কল্যাণ প্রকল্প চালু করা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী। একসময় জিন্দাবাদ জিন্দাবাদ, ধর্মঘট ধর্মঘট বলে যারা মালিকদের পেছনে শ্রমিকদের লেলিয়ে দিতো , তারা কিন্তু আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে গেছে। কিন্তু শ্রমিকদের দুরবস্থা রয়ে গেছে সেই জায়গাতেই। সমাজবাদের কথা বলতে বলতে আজ নিজেরাই সমাজের শত্রু হয়ে গেছে। মানুষের কাছ থেকে তারা দূরে সরে গেছে। দক্ষ লেবারদের তারা ধ্বংস করে দিয়েছে। বৃহস্পতিবার রবীন্দ্রভবনে নির্মাণ শ্রমিক কল্যাণ প্রকল্প চালু করার উদ্দেশ্যে আয়োজিত অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সবাই যে যার কাজ করবে।প্রকৃতিই আমাদের শিখিয়েছে আমরা একে অপরের পরিপূরক। এতদিন শ্রেণী শত্রু তৈরি করে যেভাবে চালিয়েছিল , সেই জায়গা থেকে আমরা উঠে আসছি এখন। দীন দয়াল -এর চিন্তাধারা অনুযায়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছে অন্তিম ব্যক্তির উন্নতি নাহলে দেশ ও সমাজের উন্নতি হবে না। বললেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। . কথায় আছে, ঢেঁকি স্বর্গে গেলেও বারা ভানে। সেই জায়গায় বর্তমান সরকারের সময়ে যেভাবে শ্রমিকদের নতুন স্বপ্ন দেখানো শুরু হয়েছে , তা সত্যিকার অর্থে বাস্তবে রূপ পেলে তবেই সার্থক হবে দীন দয়ালের স্বপ্ন। কারণ আমরা যেভাবে শুরু করি সেভাবে শেষ করে না।এটাই তেতো বাস্তব।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service