জনতার কলম ত্রিপুরা আগরতলা ত্রিপুরা প্রতিনিধি :- শ্রেষ্ঠ ত্রিপুরা বানাবই। শ্রেষ্ঠ ভারতও বানাবো। আপনাদের সহযোগিতা থাকলে , সেটা সম্ভব হবে। সেটা যদি না করতে পারি , তাহলে পিছিয়ে পড়বো বললেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বুধবার রবীন্দ্রভবনে ত্রিপুরা স্টার্টআপ উইক উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী। .ত্রিপুরা সরকার আই টি ডিপার্টমেন্ট-এর মাধ্যমে চেষ্টা করছে স্বনির্ভর হওয়ার। স্টার্টআপ-এর জন্য একটা পরিবেশের প্রয়োজন , এজন্য ত্রিপুরায় সব কিছু রয়েছে। এখানে ইন্সারজেন্সি নেই , এখানে মানুষ শান্তিতে বসবাস করে। আইটি সেক্টরের পলিসিও সরকার বানিয়েছে। কিভাবে মানুষকে সাহায্য করা যায়।এই প্রকল্পে ফিজিক্যাল এবং সফটওয়্যার কিভাবে ডেভলপ করা যায় স্টার্টআপ এর মাধ্যমে সেটাও চেষ্টা করা হচ্ছে। এখানে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা রয়েছে কোন প্রকার দূষণ নেই। রেল সড়ক এবং বিমান পথে যোগাযোগ ব্যবস্থা ও ভালো এবং উন্নত। বুধবার রবীন্দ্রভবনে ত্রিপুরা স্টার্ট আপ উইক উদযাপন অনুষ্ঠানে বললেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আইটি স্টার্টআপ ইন্ডিয়া পোর্টালে এখনো পর্যন্ত রাজ্যে 50 টি স্টার্টআপ রেজিস্ট্রেশন হয়েছে। এরমধ্যে তেরোটি স্টার্টআপ এই ত্রিপুরার আই টি আই টি স্টার্টআপ স্ক্রিমে রেজিস্ট্রেশন হয়েছে। এদেরকে পরিকাঠামো উন্নয়নের জন্য রাজ্য সরকার আর্থিক ভাবে সাহায্য করছে। এতে কর্মসংস্থানের ও একটা বিরাট সুযোগ সৃষ্টি হবে।
রাজ্য
শ্রেষ্ঠ ত্রিপুরা বানাবই :মানিক সাহা বিস্তারিত পড়ুন
- by janatar kalam
- 2022-10-19
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this