জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-ভেঙ্গে খান খান 10323 চাকরীচ্যুত শিক্ষক-শিক্ষিকাদের সংগঠন। আন্দোলনের নামে ভাওতাবাজি করার অভিযোগ। একটি গ্রুপ সরকারপক্ষের সাথে হাত মিলিয়ে আন্দোলন করছে। অপর আরেকটি কট্টর বামপন্থী গ্রুপ সরকারের বিরুদ্ধে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ছে। ইতিমধ্যেই টেট পরীক্ষা দিয়ে 10323 এর একটা ভালো অংশ চাকরি পেয়ে গেছে। এই পরিস্থিতিতে হগব মার্কা 10323শিক্ষক-শিক্ষিকারা অসহায় হয়ে পড়েছে। প্রশ্ন উঠছে এই মুহূর্তে কোথায় গিয়েছে জয়েন্ট মুভমেন্ট কমিটি। বৃহস্পতিবার থেকে 10323 এর একটি অংশ আবার হাঙ্গার স্ট্রাইক এ যাচ্ছে। যেখানে রাজ্য সরকার প্রকাশ্যে না বললেও আকার ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছে জেআর বি টি র মাধ্যমে 10323 শিক্ষক-শিক্ষিকাদের নিয়োগ করা হবে। এই মুহূর্তে দ্বিধাবিভক্ত 10323 শিক্ষক শিক্ষিকা ।
রাজ্য
ভেঙ্গে খান খান ১০৩২৩ শিক্ষক-শিক্ষিকারা
- by janatar kalam
- 2022-10-19
- 0 Comments
- Less than a minute
- 3 years ago

Leave feedback about this