2024-12-19
agartala,tripura
রাজ্য

দেশের ৭৫ টি ব্যাংকে ডিজিটাল পরিষেবা চালু করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি : সুশান্ত চৌধুরী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ব্যাঙ্কিং পরিষেবাকে হাতের মুঠোতে নিয়ে এসেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একই দিনে দেশে 75 টি ডিজিটাল ব্যাংকিং ইউনিট চালু করেছে | ত্রিপুরা হয়েছে দুইয়ের ভাগীদার। একই দিনে দেশের 75 টি ব্যাংকে ডিজিটাল পরিষেবা চালু করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক ভার্চুয়াল অনুষ্ঠানে ত্রিপুরার দুইটি ব্যাংক সহ মোট ৭৫টি ব্যাংকে এই পরিষেবার আওতায় আনার জন্য উপকৃত হবে ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষ। রাজ্যের উদয়পুর পিএনবি এবং আগরতলার ইউনিয়ন ব্যাংককে এই পরিষেবায় যুক্ত করা হয়েছে।আগরতলায় ইউনিয়ন ব্যাংকে এই পরিষেবার আনুষ্ঠানিক সূচনা করেন রাজ্য সরকারের যুব কল্যাণ ও তথ্য সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী। মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, এই পরিষেবা সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত নিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ করছে কেন্দ্রীয় সরকার। ডিজিটাল ব্যাংকিং ইউনিটে প্রয়োজন পড়বে না কোন ম্যানপাওয়ারের। মন্ত্রী শ্রী চৌধুরী আরও বলেন,ভারতের ইকনোমি ব্যবস্থা সারা বিশ্বকে এখন পথ দেখাচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কল্যাণে ত্রিপুরা মডেল অক্ষরে অক্ষরে রূপায়িত হচ্ছে। আজকে হাইওয়ে এয়ারওয়ে ইন্টারনেট সারা ভারত বর্ষকে ত্রিপুরার হাতের মুঠোতে নিয়ে এসেছে। এদিন ডিজিটাল ব্যাংকিং ইউনিটে সাধারণ মানুষ কি কি সুবিধা উপলব্ধ করতে পারবে , এ সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করেন ইউনিয়ন ব্যাংক আগরতলা ব্রাঞ্চের ম্যানেজার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিআইডিসি চেয়ারম্যান টিংকু রায় , বিশিষ্ট সমাজসেবী সঞ্জয় পাল, পশ্চিম জেলা পরিষদের সভাধিপতি ও ব্যাংকের অন্যান্য আধিকারিকরা।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service