2024-12-20
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

নিয়োগের দাবিতে ফার্মাসিস্টরা অনর

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্য মন্ত্রিসভার কেবিনেট বৈঠকে দুই দুইবার ফার্মাসিস্ট নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হলেও আজ পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি। এ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বেকার ফার্মাসিস্টর। রবিবার এনিয়ে এক সাংবাদিক বৈঠকে মিলিত হয়েছে বেকার ফার্মাসিস্টরা। তাদের দাবি অবিলম্বে যাতে সরকার তাদেরকে নিয়োগ করে। তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন গত 5 সেপ্টেম্বর স্বাস্থ্য সচিবের সাথে সাক্ষাৎ করেছিল। কিন্তু কোন সুরাহা হয়নি। রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে চেষ্টা করলেও সুযোগ পাওয়া যায়নি।এমতাবস্থায় সরকারের মুখাপেক্ষী হয়ে থাকা ছাড়া আর কোনো পথ খোলা নেই বেকার ফার্মাসিস্টদের কাছে।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service