জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- করবুক বিধানসভা কেন্দ্রের বিধায়ক বুর্বোমোহন ত্রিপুরার পদত্যাগ এর পর এইবার শরিক দল আইপিএফটি ৪৪ রাইমাভ্যালি বিধানসভা কেন্দ্রের ধনঞ্জয় ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তীর হাতে পদত্যাগ পত্র তুলে দিলেন শুক্রবার। উল্লেক্ষ নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই শরিক দলে ফাটল ধরা দিচ্ছে। এদিন বিধায়ক ধনঞ্জয় ত্রিপুরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান ২০১৪ সাল থেকে আইপিএফটির হয়ে রাজনৈতিক জীবন শুরু তার।২০১৮ সালে নির্বাচনে জেতে আইপিএফটির বিধায়ক হিসেবে নিজ জাতির জন্য কাজ করে গেছেন। তিনি আরো বলেন জাতির থেকে বিধায়ক পদ বড়ো নয়। তাই তিনি বিধায়ক পদ থেকে পদত্যাগ করলেন। পরবর্তীতে তিপ্রা মথা দলে যোগদান করে নিজের জাতির জন্য কাজ করার প্রতিশ্রুতি দিলেন। এদিন বিধায়কের পদত্যাগ যাত্রায় সাথে ছিলেন মথার সুপ্রিমো প্রোদ্যত কিশোর মানিক্য। পাশাপাশি প্রোদ্যত কিশোর মানিক্য ধনঞ্জয় ত্রিপুরাকে স্বাগত জানান এবং তিনি সাংবাদিকদের জানান থানসার ডাকে সাড়া দিয়ে তিনি এগিয়ে আসেন আমার সাথে এবং আগামীদিনে তিনিও গ্রেটার তিপ্রাল্যান্ডের দাবীকে সামনে রেখে লড়াই করবেন।
রাজ্য
পদত্যাগ করলেন আইপিএফটি বিধায়ক ধনঞ্জয় ত্রিপুরা, বাকি রইলো ৬
- by janatar kalam
- 2022-10-14
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this