জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যের দক্ষিণ জেলাকে একসময় লাল দুর্গ বলা হতো।সেখান থেকেই এখন বি.জে.পির মোট ৩ জন বিধায়ক। সি.পি.এমের শাসনকালে সি.পি.এম না করার অপরারাধে অন্তত ৭০ জন মানুষকে হত্যা করা হয়েছিল এই জেলাতে। বর্তমান শাসনে রাজ্যে একটিও রাজনৈতিক খুন হয়নি। কোন সি.পি.এম নেতা চাইলে এই বিষয়ে সামনাসামনি বিতর্কে বসতে পারেন তার সঙ্গে । এমনই চ্যালেঞ্জ ছুড়লেন রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব। শান্তিরবাজারের বীরচন্দ্র নগর এলাকায় দুলাল দেবনাথের স্মরণে আয়োজিত সভায় এই চ্যালেঞ্জ রাখেন বিপ্লব।
রাজ্য
চ্যালেঞ্জ ছুড়লেন বামেদের বিরুদ্ধে বিপ্লব….. বিস্তারিত পড়ুন
- by janatar kalam
- 2022-10-12
- 0 Comments
- Less than a minute
- 3 years ago

Leave feedback about this