2024-12-19
agartala,tripura
রাজ্য

যুদিশিয়াল অ্যাক্যাডেমির উদ্বোধন করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জাতীয় আইন বিশ্ববিদ্যালয়ের শিলান্যাস ও যুদিশিয়াল অ্যাক্যাডেমির উদ্বোধন করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ভার্চুয়ালি উদ্বোধন করবেন আরো বেশকিছু প্রকল্পের। রাজ্যে এলেন দেশের 15 তম রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সকালে আগরতলা বিমানবন্দর তাকে গার্ড অব অনার জানানো হয়েছে রাজ্য পুলিশ ও টি এস আর এর পক্ষে।তারপরও রাষ্ট্রপতি সোজা চলে আসেন নর্সিঙ্গড় নবনির্মিত ত্রিপুরা জুডিশিয়াল অ্যাক্যাডেমিতে।এখানে জুডিশিয়াল অ্যাক্যাডেমির উদ্বোধনের পাশাপাশি শিলান্যাস করেন জাতীয় আইন বিশ্ববিদ্যালয়ের। উল্লেখ্য গোটা উত্তর-পূর্বাঞ্চলের মধ্যে ত্রিপুরাতে যাত্রা শুরু করতে যাচ্ছে জাতীয় আইন বিশ্ববিদ্যালয়। যা গোটা রাজ্যবাসীর কাছে একটি গর্বের বিষয় বলে মন্তব্য করেন রাজ্য সরকারের আইনমন্ত্রী রতন লাল নাথ। এদিন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাজ্য সরকারের একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করবেন। রাজধানীর রবীন্দ্র ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে ভার্চুয়াল ভাবে সবকটি প্রকল্পের উদ্বোধন করবেন রাষ্ট্রপতি। যার মধ্যে ছয়টি নতুন স্কুল , ভয়েস এবং গার্লস হোস্টেল, উত্তর ত্রিপুরার বেশ কয়েকটি জাতীয় সড়ক উদ্বোধন করবেন রাষ্ট্রপতি। সবকটি প্রকল্পের বিস্তারিত বর্ণনা করে জানিয়েছেন আইনমন্ত্রী রতন লাল নাথ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা সহ রাজ্য প্রশাসনের অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকগণ। এদিন রাষ্ট্রপতিকে স্বচক্ষে দেখার জন্য বিমানবন্দর থেকে নর্সিঙ্গড় পর্যন্ত উৎসাহী জনতার ভিড় লক্ষ করা যায়।রাষ্ট্রপতি সফরকে কেন্দ্র করে গোটা শহর ঢেকে ফেলা হয়েছে নিরাপত্তার চাদরে।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service