2024-12-15
agartala,tripura
রাজ্য

গরীব দুঃস্থদের মধ্যে বস্ত্রদান করলেন রাজিব ভট্টাচার্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-ইচ্ছে করলেই যে মানুষকে সহায়তা করা যায় তার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে গেছে 31 নং ওয়ার্ড। পুজোর বাজেট এর টাকা বাঁচিয়ে দুস্থদের মধ্যে করল বস্ত্র দান। পুজোর বাজেট এর অর্থ বাঁচিয়ে রাকার গরীব দুঃস্থ অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছে 31 নং ওয়ার্ড। এই ওয়ার্ডের কাউন্সিলর অঞ্জনা দাস ও বনমালীপুর মন্ডল সভাপতি দীপক করের উদ্যোগে এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। তাদের অভিভাবক হিসেবে রয়েছে প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য। মঙ্গলবার আনন্দঘন এক অনুষ্ঠানের মাধ্যমে গরীব দুস্থদের হাতে শাড়ি ও ধুতি তুলে দেন এলাকার কাউন্সিলর অঞ্জনা দাস, মন্ডল সভাপতি দীপক কর এবং প্রদেশ বিজেপি সভাপতি রাজিব ভট্টাচার্য। অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন, ভারতীয় জনতা পার্টি শুধু রাজনীতি করে না, সাধারণ দুঃস্থ মানুষদের সহায়তায় সর্বদা সচেষ্ট থাকে এই দল।উল্লেখ্য 31 নং ওয়ার্ডের প্রত্যেকটি কার্যকর্তা আন্তরিকভাবে উদ্যোগ গ্রহণ করে এই কর্মসূচী বাস্তবায়িত করেছে। যার ফলে উপকৃত হয়েছে এলাকার দুস্থ গরিব অসহায় মানুষ। তারা 31 নং ওয়ার্ডের প্রত্যেকটি কার্যকর্তাকে সাধুবাদ জানিয়েছে।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service