2024-12-19
agartala,tripura
রাজ্য

রাজ্যের ছেলে হল মিস্টার ইন্ডিয়া

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- 18 বছর পর মিস্টার ইন্ডিয়ার খেতাব পেয়েছে ত্রিপুরার ছেলে মিঠুন দেববর্মা। জানুয়ারিতে আন্তর্জাতিক স্তরে ফিলিপাইন্সে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবে মিঠুন। দীর্ঘ 18 বছর পর ত্রিপুরার ছেলে মিঠুন দেববর্মা জয়ী হয়েছে মিস্টার ইন্ডিয়া প্রতিযোগিতায়। গত 5 অক্টোবর চেন্নাইতে অনুষ্ঠিত মিস্টার ইন্ডিয়া প্রতিযোগিতায় 4 টি ক্যাটাগরির মধ্যে মিঠুন মিস্টার ট্যুরিজম ওয়ার্ল্ড প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়েছে। সোমবার আগরতলা প্রেসক্লাবে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে এই তথ্য তুলে ধরেন কৃষ্ণনগরের বাসিন্দা মিঠুনের গ্র্যান্ডফাদার তরুণ দেববর্মা। আগরতলা কৃষ্ণনগরের কান্তি দেববর্মার ছেলে মিঠুন দেববর্মা বহি রাজ্য থেকে বিটেক করেছে। বর্তমানে তার স্বপ্ন ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায় ত্রিপুরা তথা সারাদেশের মুখ উজ্জ্বল করবে সে। এদিনের সাংবাদিক বৈঠকে মিঠুন রাজ্যবাসীর আশীর্বাদ প্রার্থনা করেছে। উল্লেখ্য যে চারটি ক্যাটাগরিতে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় সেগুলি হল মিস্টার গ্লোবাল, মিস্টার মডেল ইন্টারন্যাশনাল, মিস্টার গ্রান্ড ইন্টারন্যাশনাল এবং মিস্টার ট্যুরিজম ওয়ার্ল্ড।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service