2024-12-18
agartala,tripura
রাজ্য

বিভিন্ন চিট ফান্ডের মাধ্যমে এখনও সাধারণ মানুষ ও কৃষকদের শোষণ করা হচ্ছে : পবিত্র কর

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দেশ থেকে এখনও মহাজনী কথা শেষ হয়নি। সরাসরি না হলেও বিভিন্ন চিট ফান্ডের মাধ্যমে এখনও সাধারণ মানুষ ও কৃষকদের শোষণ করা হচ্ছে। মন্তব্য প্রাক্তন উপাধ্যক্ষ পবিত্র করের। সোমবার গোলাঘাঁটির ভক্ত ঠাকুর ঘাটে নিহত ১৩ জন শহীদ কৃষকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রাক্তন উপাধ্যক্ষ পবিত্র কর আরও বলেন , কৃষক বঞ্চনা এখনও সারাদেশে চলছে। তার পরিপ্রেক্ষিতেই জিএমপি ও সারা ভারত কৃষক সভা আন্দোলন কর্মসূচি অব্যাহত রেখেছে। এদিন বীর শহীদ কৃষকদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে সারা ভারত কৃষক সভা ত্রিপুরা রাজ্য কমিটির বরিষ্ঠ নেতৃবৃন্দ।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service