2024-12-17
agartala,tripura
রাজ্য

ট্রান্সফর্মার পিছলে আহত দুই বিদ্যুৎ নিগমের কর্মী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ইলেকট্রিক ট্রান্সফর্মার পালটাতে গিয়ে ট্রান্সফর্মার পিছলে গুরুতর আহত দুই বিদ্যুৎ নিগমের কর্মী । ঘটনা রাজধানীর মেলার মাঠ নজরুল ছাত্রাবাস এলাকায়। আহত দুজন কর্মীকে সঙ্গে সঙ্গেই নিয়ে আসা হয় আইজিএম হাসপাতালে। সেখানে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় রেফার করে দেওয়া হয় জিবি হাসপাতালে । বর্তমানের জিবিতেই তাদের চিকিৎসা চলছে। আহতরা হল 42 বছর বয়স্ক রঞ্জিত লস্কর ও 35 বছর বয়সে নির্মল রায়।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service