2024-12-21
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

জনজোয়ারে ভেসেছে তেলিয়ামুড়ার প্রতিমা নিরঞ্জন

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-জনজোয়ারে ভেসেছে তেলিয়ামুড়া দশমী ঘাট।আট থেকে আশি সবাই মেতেছে আনন্দে।তেলিয়ামুড়ার দশমীঘাটে মায়ের বিসর্জন ।প্রথা অনুযায়ী দুদিন আগেই দশমীর দিন ছিল। কিন্তু প্রকৃতি বিরুপ হওয়ার কারনে তেলিয়ামুড়া পুজা পরিচালন কমিটির সিদ্ধান্ত অনুযায়ী দুদিন পুজো বাড়ানো হয়। সেই মোতাবেক শুক্রবার প্রতিমা নিরঞ্জন করে তেলিয়ামুড়া শহরের বিভিন্ন ক্লাব ও পুজো উদ্যোক্তারা। এদিন সন্ধ্যা ঘনিয়ে আসতেই জনঢল নামে তেলিয়ামুড়া দশমী ঘাট মাঠে। প্রতিমা নিরঞ্জন করতে আসা ক্লাব গুলোর আনন্দের মুহুর্তে সকল অংশের মানুষকে সামিল হতে দেখা যায় এদিন।
এদিনের প্রতিমা নিরঞ্জনকে কেন্দ্র করে তেলিয়ামুড়া মহাকুমার আট থেকে আশি সমস্ত বয়সী মানুষদের দেখা যায় আনন্দে মাতোয়ারা হয়ে উঠতে। সুশৃংখলভাবে প্রতিমা নিরঞ্জন হয়।প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছে তেলিয়ামুড়া মহকুমা প্রশাসক ও পুলিশ প্রশাসন।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service