জানা যায় রাজধানীর বনমালীপুরের কালী প্রসন্ন সরণির বাসিন্দা সুরক্তিম গোস্বামীর হলিক্রস স্কুলে পড়ুয়া দুই মেয়ে মঞ্জিষ্ঠা গোস্বামী ও সুপর্বা গোস্বামী শুক্রবার সকালে রাজ্যের উপ- মুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মার হাতে গরীব ও দুস্থ ৮০ পরিবারের জন্য নিজেদের ছাত্রজীবনে জমানো অর্থ ব্যয় করে ৮০ ব্যাগ খাদ্য সামগ্রী তুলে দেন । কেননা বতমানে করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে দেশব্যাপী চলা লক ডাউনের কারণে বর্তমানে অনেক পরিবারের রুজি রোজগারের সমস্যার সৃষ্টি হয়েছে , তাই এই সময় তাদের পাশে দাঁড়ানো কর্তব্য মনে করে দরিদ্র মানুষদের উদ্দেশ্যে এই খাদ্য সামগ্রী প্রদান বলে জানা যায় । এদিকে এই দুই ছাত্রীর এ ধরণের সেবামূলক মানসিকতার ভূয়সী প্রশংসা করেন উপ-মুখ্যমন্ত্রী , তিনি বলেন ছাত্রবস্থায় তাদের এধরণের মানবসেবামূলক চিন্তাধারা দেখে বলা যায় এরা ভবিষ্যতে দেশের সুনাগরিক হিসাবে পরিচিতি লাভ করবে বলে এবং এ ধরণের সমাজসেবামূলক চিন্তাভাবনা ও কাজের জন্য উপ-মুখ্যমন্ত্রী দুই ছাত্রী মঞ্জিষ্ঠা গোস্বামী ও সুপর্বা গোস্বামীকে ধন্যবাদ জানান ।
janatar kalam Blog রাজ্য ছাত্র জীবনে টিফিনসহ নানা কাজের জন্য বাবা মার কাছ থেকে পাওয়া অর্থ জমিয়ে দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন হলিক্রস স্কুলের নবম ও দ্বাদশ শ্রেণীর ছাত্রী মঞ্জিষ্ঠা ও সুপর্বা
Leave feedback about this