2024-12-19
agartala,tripura
রাজ্য

সূর্য চৌমুহনীর ২ নং লিকার শপ ১৯৮৭ সালের এক্সাইজ আইন অনুসারে সুরার দোকানের মালিকের লাইসেন্স বাতিল করাসহ ৭ দিনের জন্য দোকান সিজ করেন এক্সাইজ দপ্তর

রাজ্যে লক ডাউন চলাকালীন বন্ধ ছিল সব সুরার দোকানগুলি , তৃতীয় দফা লক ডাউন শুরুর প্রথম দিকে যখন সুরার দোকানগুলি খোলার অনুমতি পেয়ে দোকানগুলি যখন খোলা হলো তখন রাজ্যের এক্সাইজ দপ্তরের ইন্সপেকশন অফিসাররা ভেরিফিকেশন এ বেরিয়ে রাজধানীর সূর্য চৌমুহনীর অশোক কুমার রায়ের ২ নং লিকার শপে সুরার দাম ধার্য করা মূল্য থেকে বেশি রাখা হচ্ছে বলে জানতে পারেন . তাই শুক্রবার রাজ্যের এক্সাইজ দপ্তর সূর্য চৌমুহনীর অশোক কুমার রায়ের ২ নং লিকার শপ ১৯৮৭ সালের এক্সাইজ আইন অনুসারে ৪০ নং ধারার অন্তর্গত সুরার দোকানের মালিকের লাইসেন্স বাতিল করাসহ ৭ দিনের জন্য দোকান সিজ করেন এক্সাইজ দপ্তর . পাশাপাশি কোনো দোকানদার যদি গ্রাহক থেকে ধার্য করা দাম থেকে বেশি রাখা হচ্ছে বলে জানা যায় তবে সিজ এর মেয়াদ ৭ দিনের বেশি হতে পারে বলে জানান তিনি.

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service