জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জনকাল্যানে অসংখ্য কর্মসূচি নিয়েছে ভারত সরকার। তার সফল রূপায়ণ হচ্ছে ত্রিপুরায়ও।বললেন তথ্য-সংস্কৃতি দপ্তরের অধিকর্তা রতন বিশ্বাস। ভারত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন সেন্ট্রাল ব্যুরো অফ কমিউনিকেশন আগরতলা ফিল্ড অফিসের উদ্যোগে আজাদী কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসেবে শুরু হয়েছে এক বিশেষ প্রচার কর্মসূচী।যার মধ্যে রয়েছে কেন্দ্রে নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন সরকারের আট বর্ষপূর্তিতে সেবা, সুশাসন, ও গরিব কল্যাণ এর উপর কেন্দ্রীয় সরকার কি কি কর্মসূচি রুপায়ন করেছে এবং কি কি কর্মসূচি ভবিষ্যতে রূপায়িত করবে , সে গুলির উপর বিশেষ প্রদর্শনী। জনগণকে অবহিত করার লক্ষ্যে 26 সেপ্টেম্বর সোমবার থেকে জিরানিয়া মহাকুমার মজলিশ পুর গ্রাম পঞ্চায়েতের গুরুকুল কমিউনিটি হলে শুরু হয়েছে দুই দিনের এক প্রদর্শনী। তার আগে রবিবার প্রদর্শনীর বিষয় এলাকায় মাইকযোগে ব্যাপক প্রচার করা হয়।সোমবার প্রদর্শনীর আনুষ্ঠানিক সূচনা করেন , রাজ্য সরকারের তথ্য-সংস্কৃতি দপ্তরের অধিকর্তা রতন বিশ্বাস। শ্রী বিশ্বাস কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের সঠিক রূপায়নের উপর গুরুত্বারোপ করেছে। এদিন তথ্য সংস্কৃতি দপ্তর এর অধিকর্তা প্রদর্শনী থেকে ছাত্র-ছাত্রীদের অনেক কিছু শেখার আছে বলে অভিমত ব্যক্ত করেন। বলেন, সরকারের জনকল্যাণমুখী প্রকল্প গুলি সাধারণ মানুষের কাছে নিয়ে যেতে হবে।অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেছে সরোজ সাংস্কৃতিক সংস্থার শিল্পী বৃন্দ।এদিনের অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখেন সেন্ট্রাল ব্যুরো অফ কমিউনিকেশন আগরতলা ফিল্ড অফিসার এইচ কে চ্যাং। অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জিরানিয়া পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান প্রীতম দেবনাথ , মজলিশপুর পঞ্চায়েত প্রধান মৌসুমী দাস ,বিশিষ্ট সমাজসেবী বিভূতি মজুমদার , সাংবাদিক তপন কুমার দাস প্রমূখ। এদিনের অনুষ্ঠানে একক নৃত্য পরিবেশন করেছে স্থানীয় শিল্পী আলিশা মজুমদার। শিল্পীর নৃত্য উপস্থিত দর্শকদের নজর কেড়েছে।
	রাজ্য
	
কেন্দ্রীয় প্রকল্পের সঠিক রূপায়ণ হচ্ছে ত্রিপুরায়: রতন বিশ্বাস
- by janatar kalam
- 2022-09-26
- 0 Comments
- Less than a minute
- 3 years ago

 
	 
	 
	 
	 
	 
	 
	 
	 
	
Leave feedback about this